২০০০ টাকা পেনশন বৃদ্ধি ! হঠাৎ বড় সুখবর দিল রাজ্য সরকার

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, Pallab : অবসর প্রাপ্ত কর্মচারীদের জন্য এসেছে বড়সড় সুখবর (Pension Hike). রাজ্য সরকার সম্প্রতি ঘোষণা করেছে, রাজ্যের পেনশন ভোগীদের মাসিক পেনশনে অতিরিক্ত ২০০০ টাকা যুক্ত করা হবে। সরকারি এই সিদ্ধান্ত বহু প্রবীণ নাগরিকের জীবনে স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছে। এই পদক্ষেপ রাজ্য সরকারের সমাজ কল্যাণ মূলক নীতির অংশ হিসেবেই ধরা হচ্ছে।

আরও পড়ুন : ঝুঁকি ছাড়াই বেশি রিটার্ন পেতে চান ? পোস্ট অফিসের এই স্কিমগুলিতে বিনিয়োগ করুন

Pension Hike News

এই অতিরিক্ত পেনশন সুবিধা শুধুমাত্র নির্দিষ্ট কিছু শ্রেণির পেনশনভোগীদের জন্য প্রযোজ্য হবে। রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে – অবসর প্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম পেনশনভোগী, ন্যূনতম মাসিক পেনশন যারা পান, এই সব ক্যাটাগরির অধীনে যারা আসেন, তারা সরাসরি এই সুবিধার আওতায় আসবেন।

কবে থেকে কার্যকর হবে এই নতুন পেনশন ব্যবস্থা?

রাজ্য সরকারের ঘোষণানুযায়ী, এই নতুন পেনশন বৃদ্ধি কার্যকর হবে আগামী মাস থেকেই অর্থাৎ জুন ২০২৫ থেকে সংশ্লিষ্ট পেনশনভোগীরা বাড়তি টাকা পাবেন তাঁদের মাসিক পেনশন একাউন্টে। ক্কিন্তু জেনে রাখা ভালো যে এই ঘোষণা পশ্চিমবঙ্গ সরকার নয় উড়িষ্যা সরকারের (Government of Odisha) তরফে করা হয়েছে।

আরও পড়ুন : যৌন সমস্যায় সন্তানহীনতা ? স্থায়ী সমাধান হোমিওপ্যাথি চিকিৎসা

আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন