Bangla News Dunia, দীনেশ : বর্তমান সময় দাঁড়িয়ে স্মার্টফোন যেন আমাদের দৈনন্দিন জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে উঠেছে। কিন্তু প্রতিমাসে মোবাইল রিচার্জের (Recharge Plan) খরচ যে হারে বাড়ছে, তাতে সাধারণ গ্রাহকদের পকেটে বাড়তি চাপ পড়ছে।
তাই যারা ২০০ টাকার নীচে সেরা প্ল্যান উপভোগ করতে চান, তাদের জন্য আজকের প্রতিবেদনটি। আজ আমরা জিও, এয়ারটেল এবং Vi-র এমন কিছু প্ল্যান নিয়ে আলোচনা করবো, যেগুলি কম খরচে দিচ্ছে ভরপুর সুবিধা।
আরও পড়ুন : যৌন সমস্যায় সন্তানহীনতা ? স্থায়ী সমাধান হোমিওপ্যাথি চিকিৎসা
এয়ারটেলের ১৯৯ টাকার প্ল্যান
এয়ারটেলের ১৯৯ টাকার এই প্ল্যানে আপনি পাবেন ২৮ দিনের ভ্যালিডিটি, মোট ২ জিবি ডেটা, ৩০০টি এসএমএস এবং যেকোন নেটওয়ার্ক আনলিমিটেড কলিং-এর সুবিধা। এই প্ল্যানটি যারা কম পরিমাণে ডেটা ব্যবহার করেন, কিন্তু প্রতিদিন ফোনে কথা বলেন, তাদের জন্য একেবারে সেরা।
জিওর ১৮৯ টাকার প্ল্যান
জিওর ১৮৯ টাকার এই প্ল্যানে পাওয়া যাবে ২৮ দিনের বৈধতা, মোট ২ জিবি যেটা, ৩০০ টি এসএমএস, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, এমনকি অতিরিক্ত সুবিধা হিসেবে JioTV ও JioCloud-এর সাবস্ক্রিপশন। এই প্ল্যানটিও কম খরচে সেরা সুবিধা দিচ্ছে।
আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !
Vi-র ১৮৯ টাকার প্ল্যান
Vi-র ১৮৯ টাকার প্ল্যানে আপনি পাবেন ২৬ দিনের বৈধতা, মোট ১ জিবি ডেটা, ৩০০ টি এসএমএস এবং যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধা। শুধু তাই নয়, অতিরিক্ত সুবিধা হিসেবে Vi Movies & TV-এর ফ্রি সাবস্ক্রিপশন মিলবে। যারা খুব কম ডেটা ব্যবহার করেন, তাদের জন্য এই প্ল্যানটি সেরা।
জিওর ১৯৯ টাকার প্ল্যান
জিওর ১৯৯ টাকার এই প্ল্যানটিতে আপনি পাবেন ২৮ দিনের বৈধতা, প্রতিদিন ১ জিবি করে ডেটা, প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং যেকোনো নেটওয়ার্কের আনলিমিটেড কলিং এর সুবিধা। এমনকি অতিরিক্ত সুবিধা হিসেবে JioTV ও JioCloud-এর সাবস্ক্রিপশন দেওয়া হবে।
আরও পড়ুন : ৩০০ টাকা ছাড়ে মিলছে রান্নার গ্যাস সিলিন্ডার ! আপনিও কীভাবে পাবেন দেখুন
Vi-র ৯৮ টাকার প্ল্যান
বাজারের সবথেকে সস্তার রিচার্জ প্লান এটিই। এই প্ল্যানে পাওয়া যাবে ১০ দিনের বৈধতা, ২০০ এমবি ডেটা। তবে হ্যাঁ, কোনোরকম এসএমএস এর সুবিধা পাওয়া যাবে না এই প্ল্যানে। তবে বলে রাখি, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যাবে।
তাই যারা কম খরচে মোবাইল রিচার্জ করতে চান এবং কম পরিমাণে ডেটা ব্যবহার করেন, তাদের জন্য হতে চলেছে এই প্ল্যানগুলি একদম নিঃসন্দেহে সেরা বিকল্প।