২০০ টাকার নোট বন্ধ হচ্ছে ? RBI-র নতুন নির্দেশে চাঞ্চল্য

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

২০০ টাকার নোট নিয়ে নতুন নির্দেশিকা জারি করল RBI

RBI এর তরফ থেকে জানানো হয়েছে যে ২০০ নোট গুলির গুণমান ও বৈধতা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে। তবে, এখুনি এই নোট বাতিল হচ্ছে এমন কোনও ঘোষণা করা হয়নি। কিন্তু তাহলে কি কারণের জন্য এমন চারিদিকে শুনতে পাওয়া যাচ্ছে ও গ্রাহকদের কি কি জিনিস সম্পর্কে সচেতন থাকা উচিত সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

মূল বিষয় গুলি হল

  • বেশ কিছু জায়গা থেকে নকল ২০০ টাকার নোট বাজারে আসছে বলে রিপোর্ট এসেছে।
  • বিভিন্ন এটিএম ২০০ টাকার নোট কম পাওয়া যাচ্ছে বা বন্ধ করে দেওয়া হয়েছে।
  • কিছু ব্যাংকে পুরনো ২০০ টাকার জমা নেওয়া বা বদল করা নিয়ে প্রশ্ন উঠছে।

২০০ টাকার নোট কি বন্ধ হয়ে যাবে?

RBI জানিয়েছে, সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নকল নোটের সংখ্যা বাড়তে থাকলে বাজারে আস্থা কমে যায় এবং আর্থিক ব্যবস্থায় প্রভাব পড়ে, RBI এখনও পর্যন্ত ২০০ টাকার নোট বাতিল করার কোনও ঘোষণা করেনি। তবে অনেক অর্থনীতিবিদের মতে, ভবিষ্যতে ধাপে ধাপে এই নোট বন্ধ করার পরিকল্পনা থাকতে পারে। শুধু ব্যাংক বা অনুমোদিত জায়গা থেকেই টাকা পরিবর্তন বা লেনদেন করুন, সন্দেহ জনক কোনও ২০০ টাকার নোট পেলে তা নিকটবর্তী ব্যাংকে জমা দিন

আরও পড়ুন : এই ৩ অভ্যাস মানুষকে ধনী করে, আপনার একটাও আছে?

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন