২০২১ সালের রাশিগত প্রতিকার ! বিস্তারিত পড়ুন পর্ব -১

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ২০২১ সালের রাশিগত প্রতিকার ! সকলের রাশি অনুযায়ী দেখুন কিছু ঘরোয়া টিপস। জীবনে সমস্যা মুক্তি ঘটবে।

এক নজরে দেখুন —–

১. মেষ রাশি —- আপনি রক্তপ্রবাল ধারণ করুন অনামিকা আঙুলে। প্রতিদিন বাড়িতে হনুমান চালিশা পাঠ করুন। গৃহে সত্যনারায়ণ পূজা করুন। সূর্যদেবের উদ্দেশ্যে রোজ স্নানের পর প্রণাম করুন।

২. বৃষ রাশি —- আপনি অপ্যাল বা হীরা ধারণ করুন। প্রতিদিন গৃহে আদ্যাস্ত্রোত্র পাঠ করুন। মহা মৃত্যঞ্জয় কবজ ধারণ করুন। দরিদ্র ভিক্ষুকদের কিছু দান করুন।

৩. মিথুন রাশি —- আপনি কনিষ্ঠাঙ্গুলে পান্না ধারন করুন। নবগ্রহ স্তোত্র পাঠ করুন। পঞ্চমুখী রুদ্রাক্ষ গলায় ধারণ করুন। প্রতিদিন বাড়িতে হনুমান চালিশা পাঠ করুন।

৪. কর্কট রাশি —– রোজ বাড়িতে হনুমান চালিশা ও গণেশের ধ্যান প্রত্যহ পাঠ করুন। আপনি নিজের  ডানহাতের কব্জিতে লাল ও হলুদ সুতো নিজের প্রিয় দেবতাকে স্মরণ করে বেঁধে নিন। সোমবার দেবাদিদেব মহাদেবের পূজা করুন। আর প্রতি সোমবার শিবের মাথায় বেল পাতা দিন।

৫. সিংহ রাশি —– আপনি সোনার আংটিতে রুবি বা মানিক ধারণ করুন। রোজ ঘর মোছার সময় লবন দিয়ে ঘর মুছুন। পারলে বৃহস্পতিবার উপবাস রাখতে পারেন। আপনি প্রতিদিন স্নানের পর রবি প্রণাম মন্ত্র পাঠ করুন। দরিদ্র ভিক্ষুকদের কিছু দান করুন।

আরো পড়ুন :- আর্থিক সমস্যায় দেখা দিচ্ছে ! উপার্জন বৃদ্ধিতে মেনে চলুন কিছু বাস্তু টিপস

৬. কন্যা রাশি —– আপনি পান্না সোনার আংটিতে ধারণ করুন। শুক্রবার দুর্গাস্ত্রোত্র পাঠ করুন। মা কালীকে  লাল জবাফুল অর্পণ করুন। আপনি নিজের মানি ব্যাগে ছোট রুপোর বল রাখুন।

এই সকল টিপস মেনে চলুন আর ভালো থাকুন। পরের পর্ব নিয়ে শীঘ্রই আসছি।

Highlights

1. ২০২১ সালের রাশিগত প্রতিকার ! 

2. এই সকল টিপস মেনে চলুন আর ভালো থাকুন

#রাশিগত #Astro Tips

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন