২০২৫-এ জাপানকে ছাড়িয়ে যাবে ভারত ! দাবি IMF-এর

By Bangla News Dunia Dinesh

Published on:

imf

Bangla News Dunia, দীনেশ :-  ২০২৫-এ জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হতে পারে ভারত। আন্তর্জাতিক অর্থভাণ্ডার(আইএমএফ)-এর সর্বশেষ ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক ২০২৫-এ এমনটাই দাবি করা হয়েছে।

আরও পড়ুন:- এবার ট্রেনে যে কোনও সমস্যার সমাধান মিলবে হোয়াটসঅ্যাপে, জানুন কবে থেকে মিলবে সুবিধা?

ওই রিপোর্ট বলা হয়েছে, ২০২৫-এ ভারতের মোট জিডিপি পৌঁছে যেতে পারে ৪১৮৭.০১৭ বিলিয়ন ডলারে। অন্যদিকে চলতি বছর জাপানের জিডিপি হতে পারে ৪১৮৬.৪৩১ বিলিয়ন ডলার। এই জিডিপি বৃদ্ধির হার ধরে রাখলে ২০২৮-এ জার্মানিকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হতে পারে ভারত। ২০২৮ নাগাদ ভারত এবং জার্মানির জিডিপি হতে পারে যথাক্রমে ৫৫৮৪.৪৭৬ বিলিয়ন এবং ৫২৫১.৯২৮ বিলিয়ন ডলার। আইএমএফ-এর এই রিপোর্ট অনুযায়ী ২০২৭-এ ভারত ৫ ট্রিলিয়ান ডলারের অর্থনীতিতে পৌঁছে যাবে। বর্তমানে ভারত পঞ্চম স্থানে রয়েছে। শীর্ষে রয়েছে আমেরিকা। তারপর রয়েছে যথাক্রমে চিন, জার্মানি এবং জাপান।

আরও পড়ুন:- সন্তানদের আমেরিকা বর্ডারে ছেড়ে চলে যাচ্ছে ভারতীয় বাবা-মা, কারণ জেনে নিন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন