Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ২১-র বিধানসভা জিতবে কে ? নূতন বছর কি ভাগ্য বদলাতে পারে পশ্চিমবঙ্গের। কার দখলে যেতে পারে রাজ্যের শাসন ভার। রাজ্যের সাধারণ মানুষের মনে প্রশ্ন হল বিজেপি নাকি তৃনমুল করা জিতবে ? কোন দিকে ঘুরতে চলেছে বঙ্গের ভাগ্য চাকা। জেনে নিন ২১-র বিধানসভা নির্বাচনে বিষয়ে কি বলছে জ্যোতিষ শাস্ত্র।
নতুন বছরের শুরু থেকে পশ্চিমবঙ্গে চলবে কেতু ও বৃহস্পতির অর্ন্তদশা। পাশাপাশি বৃহস্পতি থাকবে লগ্ন থেকে ষষ্ঠ স্থানে। সারা রাজ্যে ব্যাপক ঝামেলা ও নানা সমস্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। জ্যোতিষশাস্ত্র বলছে , দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়াতে বিশৃঙ্খলা পরিস্থিতি বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
১. এবার দেখি দলের প্রতিষ্ঠা দিবস অনুসারে, তৃণমূল কংগ্রেস দলের রাশি মকর, লগ্ন-মীন। আগামী জুলাই মাস পর্যন্ত দলের চলবে রাহু ও শুক্রের অর্ন্তদশা। পাশাপাশি একাদশতম ঘরে শনি ও বৃহস্পতি গোচর ফলে প্রার্থী তালিকায় বদলের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ক্ষতি ও হয়রানির আশঙ্কা রয়েছে।
২. বিজেপির প্রতিষ্ঠা দিবস অনুসারে, দলের রাশি- বৃশ্চিক, লগ্ন- মিথুন। দলের বৃহস্পতি সপ্তম ও দশমপতি হয়ে তৃতীয় ঘরে রয়েছে। পাশাপাশি থাকবে চন্দ্র ও বৃহস্পতির অন্তর্দশা। হঠাৎ উন্নতির যোগ আছে। রাহুর দ্বাদশে গোচরের ফলে প্রসার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন :- সংখ্যাতত্ত্ব অনুযায়ী কেমন যাবে ২০২১ ! এক নজরে পর্ব -১
৩. সিপিআইএম দলের রাশি-সিংহ ও লগ্ন ধনু। এদের কুষ্টিতে চলছে রাহু ও বৃহস্পতির অন্তর্দশা। জোটে ক্ষতির নির্দেশ করছে। কিন্তু রাহুর জন্য আবার দলের সম্মান আরও বৃদ্ধির যোগ রয়েছে।
কিন্তু বছরের প্রথম ধাপে অর্থনৈতিক দুর্নীতি ও ক্ষয় ক্ষতির ব্যাপক আশঙ্কা রয়েছে। রাজ্যে ব্যাপকভাবে ঝামেলা ও দাঙ্গা বৃদ্ধি পেতে পারে।
Highlights
1. ২১-র বিধানসভা জিতবে কে ?
2. রাজ্যে ব্যাপকভাবে ঝামেলা ও দাঙ্গা বৃদ্ধি পেতে পারে
#BJP #TMC