২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে বড়সড়ো সেনা অভিযানে নামবে ভারত ! দাবি পাকিস্তানের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। এরপর থেকে ক্ষোভে ফুঁসছে দেশ। ঘটনার পর একাধিক কড়া পদক্ষেপ করেছে ভারত সরকার। মঙ্গলবারই হাই প্রোফাইল মিটিংয়ে ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে মোদি সরকার। এই আবহে এবার আশঙ্কার কথা জানিয়ে বড় বিবৃতি দিলেন পাক মন্ত্রী।

আরও পড়ুন:- পহেলগাম হামলার মাস্টারমাইন্ড প্রাক্তন পাক প্যারা-কম্যান্ডো হাশিম মুসা, বিস্তারিত জানুন

মঙ্গলবার রাত ২টা নাগাদ জরুরি সাংবাদিক সম্মেলনে পাক মন্ত্রী আতাউল্লা তারার জানান, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে বড় সেনা অভিযান (Military Action)  শুরু করতে পারে ভারত। ‘বিশ্বস্ত সূত্রে’ এই খবর পাওয়া গিয়েছে বলে জানান তিনি। তবে ভারতের পদক্ষেপের পালটা জবাব দিতে পাকিস্তানও (Pakistan) প্রস্তুত বলে জানান তিনি। পাক মন্ত্রী জানান, ভারত যদি পাকিস্তানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে এর ফলে যে বিপর্যয় আসবে তার জন্য ভারতই (India) একমাত্র দায়ী থাকবে।

আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) ২৫ জন পর্যটক সহ ২৬ জনের মৃত্যু হয়েছে। এই হামলায় পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলেছে ভারত। জানা গিয়েছে, হামলার চালানো চার জঙ্গির মধ্যে দুইজন পাকিস্তানের। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন টিআরএফ এই হামলার দায় নিলেও পরে তা অস্বীকার করে। দিল্লিতে মোদি সরকারের তৎপরতা দেখে আতঙ্কে রয়েছে পাকিস্তান। তার মধ্যে পাক মন্ত্রীর এমন বার্তায় শোরগোল পড়ে গিয়েছে।

আরও পড়ুন:- Paracetamol বেশি খেলেই লিভার-কিডনির মারাত্মক ক্ষতি, বিকল্প উপায় কী? জানুন

আরও পড়ুন:- ভারতেই এই দুই মিসাইলের সামনে পাকিস্তানের সব শক্তি ফিকে । বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন