Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের মহার্ঘ্য ভাতা (Dearness Allowance – DA) সংক্রান্ত মামলাটি যেন আর থামতেই চাইছে না। দিনের পর দিন রাজ্য সরকারি কর্মীদের দাবি, রাজ্য সরকারের জবাব, সুপ্রিম কোর্টের নির্দেশ— সব মিলিয়ে এই মামলাটি এখন গোটা রাজ্যের অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে।
আরও পড়ুন : শাহী ইদগাহ বিবাদ মামলায় বড়সড় ধাক্কা খেল হিন্দু পক্ষ !
যেখানে প্রথম দিকে রাজ্য সরকার ২৫% বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর কথা বলেছিল, এখন সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের সরকারি কর্মীরা জোরালো দাবি করছেন— ২৫% নয়, এককালীন ১০০% বকেয়া ডিএ দিতে হবে।
রাজ্য সরকারের দেরি: আদালত অবমাননার অভিযোগ
সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল, ২৭ জুন ২০২৫-এর মধ্যে রাজ্য সরকারকে কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার অন্তত ২৫% প্রদান করতে হবে। কিন্তু রাজ্য সরকার সময়ের মধ্যে সেই নির্দেশ পালন করতে পারেনি। রাজ্যের যুক্তি, তাদের পর্যাপ্ত সময় দরকার, কারণ আর্থিক সীমাবদ্ধতার কারণে এখনই পুরো অর্থ দেওয়া সম্ভব নয়।
এই পরিস্থিতিতেই সরকারি কর্মীদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করে। কর্মীদের দাবি, রাজ্য ইচ্ছাকৃতভাবে আদালতের নির্দেশ পালন করেনি এবং বারবার সময়ক্ষেপণ করছে।
১০০% বকেয়া ডিএর দাবি: আত্মবিশ্বাসী কর্মীরা
সরকারি কর্মচারীদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এক ভিডিও বার্তায় বলেন, “আমরা বিশ্বাস করি, আমাদের পাওনা টাকা আমাদের হাতে আসবেই। ২৫% নয়, আমরা সম্পূর্ণ ১০০% বকেয়া ডিএ পাব। সুপ্রিম কোর্টের নির্দেশ আমাদের পক্ষে যাবে।”