২৫% মহার্ঘ ভাতা দিতে গিয়ে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার ? রাজ্যের অর্থনীতি নিয়ে উঠছে নতুন প্রশ্ন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

laxmi vandar

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ভারসাম্য নিয়ে ফের উত্তাল রাজ্য রাজনীতি। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে রাজ্য সরকারকে ২৫% মহার্ঘ ভাতা (Dearness Allowance) দিতে নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর কাছে এটি অবশ্যই স্বস্তির খবর। কিন্তু এই রায়ের বাস্তবায়নে রাজ্য সরকারের ওপর যে বিপুল আর্থিক চাপ পড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না। প্রশ্ন উঠছে—এই ব্যয়ভার সামলাতে গিয়ে কি রাজ্যের একাধিক সামাজিক প্রকল্প, বিশেষ করে মহিলাদের জন্য চালু হওয়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ক্ষতিগ্রস্ত হবে?

আরও পড়ুন : ৩০০ টাকা ছাড়ে মিলছে রান্নার গ্যাস সিলিন্ডার ! আপনিও কীভাবে পাবেন দেখুন

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প: মহিলাদের স্বনির্ভরতার পথ

২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চালু হয় লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্প। রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা এই প্রকল্পের আওতায় মাসিক আর্থিক সাহায্য পান। তপশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলারা প্রতি মাসে ₹১০০০ এবং অন্যান্য শ্রেণির মহিলারা ₹৫০০ পান।

এই প্রকল্পের লক্ষ্য ছিল মহিলাদের আর্থিক স্বাধীনতা প্রদান এবং গৃহস্থালী খরচে সামান্য সহায়তা করা। বর্তমানে প্রায় ২ কোটির বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, যা রাজ্য সরকারের অন্যতম বৃহৎ সামাজিক প্রকল্প হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন : মারণ ক্যান্সারের ঝুঁকি কমাতে কোন কোন খাবার খাবেন ? দেখে নিন তালিকা

আরও পড়ুন : বাজারে আসছে নয়া ২০ টাকার নোট ! আগের গুলো কি বাতিল হচ্ছে ?

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন