২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ, অপেক্ষা রায়ের

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। সোমবার এসএসসি-এর ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। এ দিন শুনানি পর্বে যোগ্য অযোগ্য আলাদার কোনও নির্দিষ্ট সূত্র মেলেনি বলে খবর। অথচ এই মামলায় প্রথম থেকে একটাই প্রশ্ন ছিল, যোগ্য-অযোগ্যের পৃথকীকরণ সম্ভব কি না।

সিবিআই এ দিন আদালতে জানায়, ডেটা স্ক্যান টেক ও পঙ্কজ বনসলের কাছ থেকে তারা যে তথ্য পেয়েছে, তা মিলিয়ে দেখা হয়েছে, দুইয়েরই হ্যাশ ভ্যালু এক। তাই পঙ্কজ বনসলের কাছ থেকে পাওয়া ডেটাকে গুরুত্ব দিচ্ছে।

আরও পড়ুন:- দমদমের কেন্দ্রীয় বিদ্যালয়ে দশম, দ্বাদশ পাশে কর্মী নিয়োগ চলছে! চাকরি হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে

তবে এ দিন একাধিক আইনজীবী সওয়াল করেন, পঙ্কজ বনসলের কাছ থেকে পাওয়া ডেটা যে পুরোপুরি ঠিক, তারও নির্দিষ্ট প্রমাণ কি রয়েছে? প্রধান বিচারপতির বেঞ্চেরও মত, পঙ্কজ বনসলের কাছ থেকে প্রাপ্ত ডেটা কোনও ভাবেই সন্দেহের ঊর্ধ্বে নয়। সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত রায়দান স্থগিত রেখেছে। এ বার কোর্ট কী সিদ্ধান্ত নেয়, সকলের নজর সে দিকেই।

প্রসঙ্গত, গত এপ্রিলে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় রায়দান করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে। ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়।

২০১৬ সালের পরীক্ষার প্যানেলের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশের গোটা প্যানেলই বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। এক মাত্র সোমা দাসের চাকরি বহাল রাখে আদালত। কারণ, তিনি ক্যান্সারের রোগী। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল মামলা করে রাজ্য। মধ্যশিক্ষা পর্ষদ ও চাকরিহারাদের একাংশও আপিল মামলা করে। সোমবার সেই মামলার চূড়ান্ত শুনানি শেষে রায়দান স্থগিত রাখল আদালত।

আরও পড়ুন:- সামনের সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন আয়কর বিল, কী রয়েছে এতে?

আরও পড়ুন:- মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করলেন, কেন হঠাৎ এই পদক্ষেপ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন