Bangla News Dunia, Pallab : আপনিও কি সরকারের রেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। কারণ, কেন্দ্র সরকার এবার এমন এক সিদ্ধান্ত নিয়েছে, যা দেশের কোটি কোটি রেশন কার্ডধারীদের উপর প্রভাব পড়বে। হ্যাঁ, যারা ফ্রি রেশনের (Free Ration) সুবিধা পান, তাদের জন্য এই কাজটি ৩০ জুনের মধ্যে বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুন : এসি টানা চালালেই ক্ষতি! কতক্ষণ চালানো সঠিক ?
আসলে করোনা মহামারীর সময় তাকে কেন্দ্র সরকার দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলিকে সাহায্য করার জন্য ফ্রি রেশন চালু করেছিল। আর এরপর থেকে বহু মানুষ এই প্রকল্পের মাধ্যমে নিয়মিত খাদ্যসামগ্রী পাচ্ছে। তবে এখনো সেই সুবিধা চালু রাখতে গেলে নির্দিষ্ট একটি কাজ করতে হবে।
কী কাজ করতে হবে?
যাদের রেশন কার্ড রয়েছে এবং ফ্রি রেশন পাচ্ছেন, তাদের ই-কেওয়াইসি বাধ্যতামূলকভাবেই করতে হবে। হ্যাঁ, কেন্দ্র সরকার ৩০ জুনের মধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন করে নিতে বলেছে। এর মাধ্যমে জাল রেশন কার্ড বা ভুয়ো উপভোক্তা চিহ্নিত করা খুব সহজ হবে। আর সরকারের মতে, প্রকৃত উপভোক্তারাই এই প্রকল্পের সুবিধা পাবে।
৩০ জুনের মধ্যে যদি রেশন কার্ডের সঙ্গে ই-কেওয়াইসি না করেন, তাহলে আপনার ফ্রি রেশন বন্ধ হয়ে যেতে পারে। এমনকি আপনার নাম উপভোক্তার তালিকা থেকেও মুছে দেওয়া হতে পারে। ফলে এরপর আবার নতুন করে আবেদন করতে হবে রেশন কার্ডের জন্য।
আরও পড়ুন : সদ্য খুলল স্কুল, আবার পড়বে গরমের ছুটি ? ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা দপ্তরের নতুন নোটিশ
আরও পড়ুন : জানা গেল কবে প্রকাশ হবে ক্লার্ক ও গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, অভিজ্ঞতার জন্য বিশেষ নম্বর