Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সামনের সপ্তাহেই বাজারে আসবে দেশের অন্যতম বিলাসবহুল হোটেল ‘দ্য লীলা’র ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও)। ২৬ মে এই আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হবে। ২৮ মে সাবস্ক্রিপশনের শেষ দিন। এই আইপিও-র প্রাইস ব্যান্ড ৪১৩ থেকে ৪৩৫ টাকা। আইপিও-র মাধ্যমে বাজার থেকে ৩ হাজার ৫০০ কোটি টাকা তুলবে এই দ্য লীলার পেরেন্ট অর্গানাইজ়েশন স্কোলস ব্যাঙ্গালোর। তবে প্রথমে আইপিও-র মাধ্যমে ৫ হাজার কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা ছিল এই সংস্থার। পরে অবশ্য আইপিও-র সাইজ় প্রায় ৩০ শতাংশ ছোট করেছে এই সংস্থা।
স্কোলস ব্যাঙ্গালোর তৈরি হয় ২০১৯ সালে। দেশের প্রথম সারির বিলাসবহুল একাধিক হোটেল এবং রিসর্টের মালিক এই সংস্থা। গোটা দেশে মোট ১২টি প্রপার্টি রয়েছে এই সংস্থার। এক নজরে দেখে নিন লীলা হোটেলের আইপিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য।
Leela Hotels IPO date
২৬ মে থেকে ২৮ মে পর্যন্ত সাবস্ক্রিপশন চলবে লীলা হোটেলের আইপিও-র। ২৯ জুন এই আইপিও-র শেয়ার অ্যালটমেন্ট হবে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জে এই লীলা হোটেল লিস্টেট হবে ২ জুন।
Leela Hotels IPO size
লীলা হোটেলের আইপিও-র সাইজ় ৩ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে ৫ কোটি ৭৫ লক্ষ শেয়ার ফ্রেশ ইস্যু করা হবে। যার মাধ্যমে উঠে আসবে ২ হাজার ৫০০ কোটি টাকা। ২ কোটি ৩০ লক্ষ শেয়ার অফার ফর সেলের মাধ্যমে দিয়ে ১ হাজার কোটি টাকা তুলবে এই সংস্থা।
Leela Hotels IPO lot size
ন্যূনতম ৩৪টি শেয়ার নিয়ে আইপিও লট তৈরি হবে লীলা হোটেলের। এই আইপিও-তে লগ্নি করতে ন্যূনতম ১৪ হাজার ৪২ টাকা লাগবে।
Leela Hotels IPO GMP
লীলা হোটেলের আইপিও নিয়ে ইতিমধ্যেই লগ্নিকারীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। গ্রে মার্কেটে ১৮ টাকা প্রিমিয়ামে রয়েছে এই আইপিও। অর্থাৎ জিএমপি ট্রেন্ড অনুযায়ী লিস্টিংয়ের দিনই ১৮ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে এই শেয়ারের।
(বাংলা নিউস দুনিয়া অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:- আজকাল অনেকের অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে কেন? জেনে নিন প্রতিকার