৩ নিয়ম মানলে চুল পড়া অচিরেই কমে যাবে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চুল ঝরার যে কোনও মরসুম নেই, সেটা খুব ভালো করে জানেন ভুক্তভুগীরা। শীত-গ্রীষ্ম-বর্ষা সব ঋতুতেই চুল পড়তে থাকে। শত চেষ্টাতেও এই সমস্যা থেকে সব সময় রেহাই পাওয়া যায় না। নামী সংস্থার দামি প্রসাধনীও ব্যর্থ হয়। আবার ঘরোয়া টোটকার ব্যবহার করেও সুফল মেলেনি, এমন উদাহরণ রয়েছে। শুধু ঝরে পড়ে না, নিষ্প্রাণও হয়ে পড়ে চুল। যদি কোনও চেষ্টা কাজে না আসে, তা হলে কী ভাবে করবেন চুলের পরিচর্যা?

ময়েশ্চারাইজ়িং

শুধু যে ত্বকের ময়েশ্চারাইজ়ার প্রয়োজন হয়, সেটা একেবারেই নয়। চুলের চাই আর্দ্রতা। আর তার জন্য ময়েশ্চারাইজ়ার ব্যবহার জরুরি। মাথার ত্বকে আর্দ্রতার ঘাটতি চুল ঝরার পরিমাণ বাড়িয়ে তোলে। তাই অলিভ অয়েল, কাঠবাদামের তেল ভালো করে মালিশ করে জরুরি। তাতে অনেক সুবিধা হবে।

 

স্টিম

মাথার ত্বকের আর্দ্রতা ফেরাতে গরম ভাপ নেওয়া জরুরি। বাড়িতেই সেটা নেওয়া সম্ভব। শ্যাম্পু করার পর গরমজলে তোয়ালে ভিজিয়ে নিংড়ে নিয়ে মাথায় জড়িয়ে রাখুন অল্প সময়। মাঝেমাঝে এই স্টিম নিলে মাথার ত্বকে তেল পৌঁছবে ভালোমতো। সেই সঙ্গে আর্দ্রও থাকবে মাথার তালু।

তেলের ব্যবহার

চুল ভালো রাখতে চাইলে তেল দূরে সরিয়ে রাখলে চলবে না। তেলের গুণেই চুল থাকবে ঝলমলে, মসৃণ এবং কোমল। তা ছাড়া চুলের গোড়া মজবুত করতেও তেলের ভূমিকা অনবদ্য। নিয়মিত তেল না মাখলে চুলের গোড়া শক্ত  হবে না।

আরও পড়ুন:- সামনের সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন আয়কর বিল, কী রয়েছে এতে?

আরও পড়ুন:- মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করলেন, কেন হঠাৎ এই পদক্ষেপ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন