Bangla News Dunia, Pallab : এবার এক সঙ্গে মিলবে তিন মাসের রেশন (Ration)। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। ভারত সরকার এরকমই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ফলে বর্ষার আগে যেন আশীর্বাদ হয়ে উঠেছে দেশের কোটি কোটি রেশন কার্ডধারীদের কাছে সরকারের এই ঘোষণা।
আরও পড়ুন : LPG সিলিন্ডার থেকে PF, UPI, ফিক্সড ডিপোজিট ! বদলে যাচ্ছে বহু নিয়ম
আপনার কাছে যদি রেশন কার্ড থাকে, তাহলে প্রতিবেদনটি আপনার জন্যই। কারণ জুন, জুলাই ও আগস্ট, এই তিন মাসের রেশন এবার একবারে সংগ্রহ করে রাখতে পারবেন। তবে হ্যাঁ, তার আগে গুরুত্বপূর্ণ কিছু শর্ত মানতে হবে। নাহলে এই সুবিধা পাবেন না।
বর্ষার কথা মাথায় রেখেই নেওয়া হলো এই সিদ্ধান্ত?
বর্ষাকাল আসলেই অনেক এলাকায় বন্যা বা কাদা বা যোগাযোগ বিচ্ছিন্নতার সমস্যা দেখা যায়। আর ঠিক এ কারণেই আগেভাগে তিন মাসের রেশন পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিভিন্ন রাজ্যে প্রতিবছর বর্ষায় দেখা যায় জলের তাণ্ডব। রেশন দিতে গিয়ে ডিলাররাও বিভিন্ন সমস্যায় পড়ে।
পাশাপাশি রাস্তা ভেঙে যাওয়া, যানবাহন বন্ধ হয়ে যাওয়া, ইত্যাদি কারণে সময় মতো রেশনে পৌঁছনো যায় না। আর কোভিডের সময়কার অভিজ্ঞতা থেকেই সরকার শিক্ষা নিয়ে এই পদক্ষেপ নিয়েছে, যাতে খাবার আগে মজুদ করে রাখা যায়।
কারা পাবেন এই সুবিধা?
শুধুমাত্র তালিকায় নাম থাকলেই হবে না। সঙ্গে ই-কেওয়াইসি থাকা বাধ্যতামূলক। তবে অন্তোদয় অন্ন যোজনা (AAY) কার্ডধারীরা মাসিক ৩৫ কেজি চাল ও গম পাবে। ফলে তিন মাসে মোট তারা ১০৫ কেজি খাদ্যশস্য পাবে। পাশাপাশি প্রাইমারি হাউসহোল্ড (PHH) যারা রয়েছে, তাদেরকে মাসিক ৫ কেজি চাল ও গম হিসাবে তিন মাসে মোট ১৫ কেজি খাদ্যশস্য দেওয়া হবে।
আরো পড়ুন : ‘মিনিমাম ব্যালেন্স’-এর নিয়ম তুলে দিল এই সরকারি ব্যাঙ্ক ! বড় স্বস্তি গ্রাহকদের