৫০০ টাকার বিল ১২০০ টাকা আসছে ! স্মার্ট মিটার বসানো কি বাধ্যতামূলক ?

By Bangla News Dunia Dinesh

Published on:

west-bengal-electricity-bill

Bangla News Dunia, Pallab : বিদ্যুতের বিল রাতারাতি দ্বিগুণ হয়ে যাচ্ছে। কেউ বলছে ৫০০ টাকার বিল এক লাফে বেড়ে ১২০০ টাকা হয়ে যাচ্ছে। আর এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে স্মার্ট মিটার (Smart Meter)। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই মিটার লাগানোর পর থেকেই উত্তেজনা আরো বাড়ছে। একদিকে রাজ্য সরকার বলছে যে, এটি আধুনিক প্রযুক্তি। আবার অন্যদিকে জনগণ বলছে, অজান্তেই আমাদের উপর খরচের বোঝা বাড়িয়ে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : LPG সিলিন্ডার থেকে PF, UPI, ফিক্সড ডিপোজিট ! বদলে যাচ্ছে বহু নিয়ম

স্মার্ট মিটার আসলে কী?

স্মার্ট কার্ড হল প্রিপেইড ইলেকট্রিক মিটার। যেমন মোবাইলে রিচার্জ করে আমরা প্রতি মাসে ব্যবহার করি, তেমনই স্মার্ট মিটারে আগে টাকা রিচার্জ করতে হবে, তবেই মিলবে বিদ্যুৎ। আর এই মিটার ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ ব্যবহারের তথ্য সরাসরি বিদ্যুৎ দপ্তরে পাঠিয়ে দেয়। ফলে কোনোরকম অনিয়ম বা অতিরিক্ত খরচ হলেই নজরে চলে আসে। 

সাধারণ মানুষ কী বলছে?

তবে বাস্তব একটু আলাদা। নৈহাটি, শিলিগুড়ি, দুর্গাপুর, মালদাসহ রাজ্যের নানা প্রান্ত থেকে উঠে আসছে অভিযোগ। আগে যেখানে ৬০০ টাকা বিলা আসতো, এখন সেই বিল ১১০০ টাকা আসছে। অথচ ব্যবহারের পরিমাণ একটু বাড়েনি। অনেকে দাবি করছে যে, তাদের অনুমতি ছাড়া নতুন মিটার বসিয়ে দেওয়া হয়েছে। কেউ কেউ আবার ব্যক্তিগত তথ্য নজরদারি নিয়েও আশঙ্কা প্রকাশ করছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন