Bangla News Dunia, Pallab : মাত্র ৫০ টাকা দৈনিক সঞ্চয় করতে পারলেই মিলবে ৩৫ লক্ষ টাকা। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। আসলে ভারতীয় পোস্ট অফিস এরকমই একটি জনপ্রিয় স্কিম (Post Office Scheme) নিয়ে এসেছে। যার নাম হলো গ্রাম সুরক্ষা যোজনা। চলুন আজকের প্রতিবেদনে এই স্কিম সম্পর্কিত বিস্তারিত জেনে নিই।
আরও পড়ুন : যৌন সমস্যায় সন্তানহীনতা ? স্থায়ী সমাধান হোমিওপ্যাথি চিকিৎসা
কাদের জন্য এই স্কিম?
পোস্ট অফিসের গ্রামীণ ডাক জীবন বীমার আওতায় এই স্কিমে ১৯ থেকে ৫৫ বছর বয়সীরা আবেদন করতে পারে। তবে হ্যাঁ, আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। এমনকি চাইলে এখানে মাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম জমা দিতে পারবেন।
৫০ টাকা জমা দিলেই জমবে ৩৫ লক্ষ টাকা
ধরুন, আপনি মাত্র ১৫০০ টাকা মাসে অর্থাৎ, প্রতিদিন ৫০ টাকা করে এই স্কিমে জমা দিচ্ছেন। এবার যদি আপনি ১৯ বছর বয়সে এই স্কিম শুরু করেন এবং ৫৫ বছর বয়স পর্যন্ত নিয়মিত এই স্কিমে বিনিয়োগ করতে থাকেন, তাহলে ৮০ বছর বয়সে আপনি পাবেন ৩৫ লক্ষ টাকা মত রিটার্ন। এমনকি এই অর্থের মধ্যে রয়েছে বোনাসের সুবিধা, যা প্রতি ৫ বছর অন্তর পাওয়া যায়।
স্কিমের প্রধান বৈশিষ্ট্য
জানা যাচ্ছে, এই স্কিমে নূন্যতম ১০ হাজার টাকা বিনিয়োগ করতে হয় এবং সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। তবে ৮০ বছর পর্যন্ত এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। এমনকি এই স্কিম চালু হওয়ার ৪ বছর পর লোনও নিতে পারবেন।
আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !