৫ মিনিটেই ফুল চার্জ, ৩০০০ কিমি রেঞ্জ ! বাজারে আসছে হুয়াইয়ের ইভি ব্যাটারি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ইলেকট্রিক গাড়ির জগতে একের পর এক প্রযুক্তিগত বিপ্লব ঘটেই চলেছে। কখনও চার্জিং টাইম কমানোর চেষ্টা, কখনও দীর্ঘ রেঞ্জের খোঁজ – সব মিলিয়ে ইভি (EV) মার্কেট দিন দিন উত্তপ্ত হচ্ছে। আর এই প্রতিযোগিতার মাঝেই হুয়াই (Huawei) এমন এক অত্যাধুনিক ইভি ব্যাটারি (EV Battery) নিয়ে এসেছে যা সত্যিই চমকপ্রদ প্রভাব ফেলবে। হুয়াইয়ের দাবি অনুযায়ী, এই ব্যাটারির মাধ্যমে গাড়ি একবার চার্জে চলবে প্রায় ৩০০০ কিলোমিটার এবং সম্পূর্ণ চার্জ হতে সময়ও লাগবে মাত্র ৫ মিনিট!

আরও পড়ুন : শাহী ইদগাহ বিবাদ মামলায় বড়সড় ধাক্কা খেল হিন্দু পক্ষ !

কী এই নতুন প্রযুক্তি?

সম্প্রতি চিনে হুয়াইয়ের তরফ থেকে একটি নতুন পেটেন্ট ফাইলও করা হয়েছে, যেখানে এই নতুন ব্যাটারি প্রযুক্তির বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এই ব্যাটারি মূলত সলিড-স্টেট (Solid-State) প্রযুক্তিতে তৈরি, যা লিথিয়াম আয়ন ব্যাটারির তুলনায় অনেক বেশি শক্তিশালী ও দ্রুত চার্জ হতে সক্ষম হবে। হুয়াইয়ের মতে, তাদের নতুন ব্যাটারিতে নাইট্রোজেন-ডোপড সালফাইড ইলেকট্রোলাইট ব্যবহার করা হয়েছে, যার ফলে এটি ব্যাটারির আয়ু দীর্ঘায়িত করে এবং তাপ উৎপাদন অনেক কমিয়ে দেয়।

৫ মিনিটে ফুল চার্জ – বাস্তব নাকি কৌশল?

হুয়াইয়ের দাবি অনুযায়ী, তাদের ব্যাটারির শক্তি ঘনত্ব (Energy Density) ৪০০ থেকে ৫০০ Wh/Kg হতে চলেছে। সাধারণ লিথিয়াম আয়ন ব্যাটারির তুলনায় এটি প্রায় তিনগুণ বেশি হবে। এই শক্তির কারণে একটি মাঝারি আকারের ইভি গাড়ি প্রায় ৩০০০ কিমি পর্যন্ত যেতে পারবে বলে কোম্পানির দাবি।

তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ৩০০০ কিমি রেঞ্জটি China Light Duty Vehicle Test Cycle (CLTC) অনুযায়ী পরিমাপ করা হয়েছে, যেখানে অনেক সময় বাস্তব রোড কন্ডিশনের তুলনায় বেশি রেঞ্জ দেখানো হয়ে থাকে। যদি এই ব্যাটারি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী (যেমন US EPA) টেস্ট করা হয়, তবে রেঞ্জ ২০০০ কিমির কাছাকাছি হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সেটিও বর্তমান ইভি বাজারের তুলনায় বিশাল উন্নত হতে চলেছে।

কীভাবে এত দ্রুত চার্জ হবে?

সলিড-স্টেট ব্যাটারির সবচেয়ে বড় সুবিধা হল দ্রুত চার্জিং সুবিধা। হুয়াইয়ের গবেষকরা এমন একটি প্রযুক্তি তৈরি করেছেন, যাতে মাত্র ৫ মিনিটে ব্যাটারির ৮০-১০০% চার্জ সম্পূর্ণ করা সম্ভব হতে পারে। এটি ইলেকট্রিক ভেহিকলের জন্য এক বিশাল ব্রেকথ্রু হবে। কারণ বর্তমানে ইভির সবচেয়ে বড় সমস্যা হল চার্জিং টাইম এবং চার্জিং স্টেশন সংকট থাকা। যদি এই ব্যাটারি বাস্তবে আসে, তবে চার্জিং স্টেশনেও গাড়ি সারি দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না।

আরও পড়ুন : বিজেপি ছেড়ে তৃণমূলের পথে? দেখুন কি বললেন দিলীপ ঘোষ

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন