Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতীয় বাজারে ৫ লাখ টাকার মধ্যে ভালো মাইলেজ, স্টাইলিশ ডিজাইন ও প্রয়োজনীয় ফিচার্স সহ সেরা গাড়ির চাহিদা ক্রমেই বাড়ছে। আপনি যদি বাজেটের মধ্যে প্রথম গাড়ি কেনার কথা ভাবছেন, তাহলে এই তালিকাটি আপনার জন্য উপযুক্ত। নিচে দেওয়া গাড়ি গুলি তাদের দামে যেমন সেরা, তেমনই মাইলেজ এবং ফিচার্সের দিক থেকেও অসাধারণ। গরীব ও মধ্যবিত্তের বাজেটের মধ্যে কয়েকটা গাড়ি সম্পর্কে জেনে নেওয়া যাক।
৫ লাখ টাকার নীচে সেরা গাড়ি ২০২৫ দাম কম, মাইলেজ ও ফিচার্সে সেরা
Maruti Suzuki Alto K10 – দাম ৩.৯৯০ লাখ এক্স শোরুম থেকে শুরু, মাইলেজ প্রায় ২৪.৩৯ কিমি প্রতি লিটার, ১.০ লিটার পেট্রোল ইঞ্জিন, ফিচার্স গুলো হল – স্টাইলিশ ফ্রন্ট গ্রিল, ডুয়াল এয়ার ব্যাগ, ABS + EBD, টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট গাড়ির টপ ভ্যারিয়েন্টে থাকবে। এই গাড়িটি কম খরচে মাইলেজ ও রক্ষণা বেক্ষণে দুর্দান্ত পারফর্ম করে। নতুন ড্রাইভারদের জন্য আদর্শ সেরা গাড়ি।
আরও পড়ুন:- Air India দিচ্ছে দুর্দান্ত অফার! মাত্র 1300 টাকায় ফ্লাইটের টিকিট! কীভাবে পাবেন? জানুন
Renault Kwid – দাম ৪.৭০ লাখ প্রারম্ভিক, মাইলেজ হল ২২ – ২৪ কিমি/লিটার, ইঞ্জিন ৮০০ সিসি ও ১.০ লিটার অপশন, ফিচার্সের মধ্যে হল – ডিজিটাল স্পিডো মিটার, ৮ ইঞ্চি টাচ স্ক্রিন, রিয়ার পার্কিং সেন্সর, SUV এর মতো স্টান্স, কম বাজেটে SUV এর মতো লুক এবং প্রিমিয়াম ফিচার্স খুঁজলে এটি একটি ভালো পছন্দ।
Maruti Suzuki S Presso – দাম ৪.২৬ লাখ থেকে শুরু, মাইলেজ প্রায় ২৪.৭৬ কিমি/লিটার, ইঞ্জিন ১.০ লিটার পেট্রোল, ফিচার্স Smart Play Studio ইন্টিগ্রেটেড টাচ স্ক্রিন, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, হাই সিটিং পজিশন, কম প্যাক্ট এবং হালকা ওজনের হওয়ায় শহুরে যাতায়াতের জন্য আদর্শ।
Bajaj Qute (RE60) – দাম ৩.৬১ লাখ CNG ভ্যারিয়েন্টে, মাইলেজ প্রায় ৪৩ কিমি/কেজি CNG, ফিচার্স সহজ পার্কিং ও ড্রাইভিং, পরিবেশ বান্ধব, ৪ জনের জন্য পর্যাপ্ত স্পেস, এই গাড়িটি মূলত কম খরচে শহরের মধ্যেই চলাচলের জন্য ডিজাইন করা হয়েছে। আর বাজার এই প্রথম সেরা গাড়ি তৈরি করার পথে আর সেই কারণের জন্য অনেকেই মনে করছেন যে কম খরচে বেশি সুবিধা দেওয়া হবে।
সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেও বাজেট বাচান
৫ লাখের মধ্যে নতুন গাড়ির পাশাপাশি, আপনি চাইলে নিচের কিছু সেকেন্ড হ্যান্ড গাড়িও বিবেচনা করতে পারেন যেই গুলি একই দামে অনেক বেশি ফিচার দিতে পারে। Maruti Swift (Used), Hyundai Grand i10 (Used), Tata Tiago (Used), ভালো কন্ডিশনে সেকেন্ড হ্যান্ড গাড়ি পেতে অনলাইন মার্কেট প্লেস যেমন Cars 24, Spinny, OLX Autos ঘুরে দেখতে পারেন। ের মধ্যে কোন গাড়িটি আপনাদের পছন্দের সেই সম্পর্কে নিচে কমেন্ট করে জানাবেন।
আরও পড়ুন:- প্রবল গরমে ট্যান পড়ে মুখ পুরো কালো? এসব ঘরোয়া উপায়ে সমস্যা মিটবে