Bangla News Dunia, Pallab : বর্তমানে কম্পিটিশনের বাজারে বিনা পুঁজিতে ব্যবসা শুরু করা সম্ভব নয়। যেকোনো ব্যবসায় নামতে গেলে কয়েক লক্ষ পুঁজি নিয়ে নামতে হবে। তাই আপনারা নামমাত্র টাকা দিয়ে পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি (India Post Office Franchise) গ্রহণ করতে পারেন। এখানে এককালীন মাত্র ৫ হাজার টাকা জমা করে প্রচুর আয় করতে পারবেন। আপনার এলাকায় ডাক বিভাগের শাখা না থাকলে ব্যবসাটি করতে পারেন। এছাড়াও যে এলাকায় ডাক বিভাগের কোন শাখা উপস্থিত নেই সেই এলাকাকে চিহ্নিত করে পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি স্থাপন করতে পারেন।
আরও পড়ুন : শীঘ্রই বালুচিস্তান হাতছাড়া হচ্ছে পাকিস্তানের, কি ‘খেলা’ শুরু করলো BLA ? জেনে নিন
India Post Office Franchise
• আবেদন যোগ্যতা:
পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য, আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই প্রাপ্তবয়স্ক নাগরিক অর্থাৎ বয়স ১৮ বছরের উর্ধ্বে হতে হবে।
• ফ্র্যাঞ্চাইজিতে লাভের পরিমাণ:
যে সকল প্রার্থীরা পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি জন্য আবেদন করবেন তাদের কাজ অনুযায়ী মুনাফা নির্ধারিত হবে। ডাক বিভাগের শাখায় প্রতিটি স্পিড পোস্টে ৫ টাকা কমিশন পাওয়া যাবে। এছাড়াও কেউ যদি ১০০ টাকা থেকে ২০০ টাকার মানি অর্ডার করে তাহলে সেই মানি অর্ডারের উপরে ৩.৫০ টাকা কমিশন পাওয়া যাবে। ২০০ টাকা অতিরিক্ত মানি অর্ডারের ক্ষেত্রে ৫ টাকা কমিশন পাওয়া যাবে। Money Order Form, Post Stationary প্রভৃতি কাজের ক্ষেত্রে ৫% কমিশন পাওয়া যায়। সব মিলিয়ে আপনার ডাক বিভাগের শাখায় লেনদেন বৃদ্ধি পেলে আপনার আয়ের পরিমাণও বাড়বে।
• আবেদনকারীর মোট বিনিয়োগের পরিমাণ:
ডাক বিভাগে ফ্রাঞ্চাইজির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে। প্রাথমিক অবস্থায় সিকিউরিটির ডিভোর্স ৫০০০ টাকা নেওয়া হবে। এর পরবর্তীকালে পোস্ট অফিসে কাজের উপর ভিত্তি করে সেই ব্যক্তিকে কমিশন দেবে সরকার।
• জমির পরিমাণ:
পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আপনার ডাক বিভাগ খোলার মত একটি জায়গা প্রয়োজন রয়েছে। আবেদনকারীর কমপক্ষে ২০০ স্কোয়ার ফুট জায়গা থাকতে হবে। নিজস্ব জায়গা না থাকলেও চুক্তিভিত্তিতে আবেদনকারী জায়গা নিয়েও পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি খুলতে পারবেন।
আরও পড়ুন : মোবাইলের মাধ্যমে ডিজিটাল ডিজিট বা সার্র্থটিফিকেট তৈরি করার পদ্ধতি নিন