৬০০-র বেশি পাক ড্রোন ধ্বংস করেছে ভারত : রিপোর্ট

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : সংঘর্ষ চলাকালীন ভারত ৬০০-র বেশি পাক ড্রোন ধ্বংস করেছে, এমনই দাবি করা হয়েছে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে। পহলগামে জঙ্গি হামলার পর ভারত অপারেশন সিঁদুর শুরু করে। পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে গুঁড়িয়ে দেওয়া হয় ৯টি জঙ্গি ঘাঁটি। ভারতের প্রত্যাঘাতে মৃত্যু হয়েছে প্রায় ১০০ জঙ্গির। এর বদলা নিতে পাকিস্তানের তরফে ভারতের একাধিক সীমান্ত শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা করা হয়। যদিও এস-৪০০ ট্রায়াম্ফ ও আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে সেই হামলা সফলভাবে প্রতিহত করা গিয়েছে।

আরও পড়ুন : সিভিক ভলেন্টিয়ার চাকরি ২০২৫ – কীভাবে আবেদন করবেন ও শেষ তারিখ জানুন

সংঘর্ষ চলাকালীন ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৬০০-র বেশি পাকি ড্রোন ভূপাতিত করেছে। নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন করা হয়েছিল ১০০০-এর বেশি অ্যান্টি এয়ারক্র্যাফ্ট গান। এছাড়া মোতায়েন করা হয়েছিল ৭৫০-রও বেশি স্বল্প-পাল্লার সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম। যার জেরে পাক হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন