৬২ লক্ষ গাড়িতে তেল ভরা নিষিদ্ধ, আপনার গাড়ি কি তালিকায় ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আপনি বা আপনার পরিবারে যদি পেট্রোল বা ডিজেল গাড়ির মালিক হন, তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাজ্যের সরকার সম্প্রতি এমন একটি কঠোর নিয়ম চালু করেছে, যা পরিবেশ দূষণ কমাতে বড় পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে বলে জানা গিয়েছে।আসুন এই প্রতিবেদনে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক

আরও পড়ুন : হোমিওপ্যাথি চিকিৎসা চলাকালীন কি এলোপ্যাথি মেডিসিন চলবে ?

নতুন কী নিয়ম জারি হয়েছে?

২০২৫ সালের জুলাই মাসের ১ তারিখ থেকে চালু করা হয়েছে,  এই নতুন নিয়ম অনুযায়ী, দিল্লি এবং তার আশেপাশের অঞ্চলে ১৫ বছরের বেশি পুরনো পেট্রোল চালিত গাড়ি এবং ১০ বছরের বেশি পুরনো ডিজেল চালিত গাড়িতে আর পেট্রোল বা ডিজেল ভরতে দেওয়া হবে না এমনটাই জানানো হয়েছে ।

অর্থাৎ, যদি আপনার গাড়ি নির্ধারিত সময়সীমার মধ্যে পড়ে থাকে, আপনি পেট্রোল পাম্পে গেলেও আপনার গাড়িতে তেল দেওয়া হবে না। তেল পাম্পে বসানো হয়েছে অত্যাধুনিক ANPR ক্যামেরা (Automatic Number Plate Recognition), যা গাড়ির বয়স মুহূর্তের মধ্যেই শনাক্ত করতে সক্ষম।

কেন নেওয়া হল এই কঠোর সিদ্ধান্ত?

সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট (CSE)-এর ২০২৪ সালের এক রিপোর্ট অনুযায়ী, দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে বায়ু দূষণের প্রধান কারণ পুরনো গাড়ির ধোঁয়া হল এক নম্বর কারন। রিপোর্ট বলছে, দিল্লির ৫১% বায়ু দূষণ গাড়ির ধোঁয়া থেকে সৃষ্টি হয়ে থাকে। এই alarming পরিস্থিতির কারণেই দিল্লি সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা যায়।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন