৬ মিনিট বাথরুম ব্যবহারের জন্য ৮০০ টাকা! দিনেদুপুরে ‘ডাকাতি’

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হঠাৎ রাস্তায় সাংঘাতিক শরীর খারাপ। একবার বাথরুম না গেলেই নয়। এমন পরিস্থিতিতে যে কেউ পড়তেই পারেন। আর যদি আপনি মহিলা হন সে ক্ষেত্রে সমস্যা আরও বেশি। রাজস্থানের খাটু শ্যাম মন্দিরে যাওয়ার পথে এমনই পরিস্থিতিতে পড়েন এক বয়স্কা মহিলা। রাস্তার এক হোটেলে ওয়াশরুম ব্যবহার করতে চাওয়ায় যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাঁকে যেতে হলো তা এক কথায় অমানবিক। বাথরুম ব্যবহারের জন্য বয়স্কা মহিলাকে রীতিমতো বিল কেটে ৮০৫ টাকা চার্জ করা হয়। এই ঘটনা সামনে আসতেই শোরগোল।

রাজস্থানের খাটু শ্যাম মন্দিরে দর্শনে যাওয়ার সময়ের এই অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওই ভুক্তভোগী মহিলার মেয়ে। যা পড়ে নেটিজ়েনরা কেউ বলছেন ‘জুলুমবাজি’। তো কেউ বলছেন ‘দিনেদুপুরে ডাকাতি’।

আরও পড়ুন:- হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে

জানা গিয়েছে, গরমে খাটু শ্যামজির দর্শনে যাওয়ার পথে রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন ওই বয়স্কা মহিলা। আচমকা পেট কামড়াতে শুরু করে এবং মাথা ঘোরা-গা বমির অনুভূতিও হতে থাকে। এতটাই অস্বস্তি হচ্ছিল তাঁর যে তিনি দাঁড়াতেও পারছিলেন না। তাঁর এমন অবস্থা দেখে গোটা পরিবার মরিয়া হয়ে আশপাশে বাথরুম খুঁজতে শুরু করেন। কিন্তু সেখানে কোনও ব্যবহারযোগ্য পাবলিক টয়লেট ছিল না। ফলে কাছে থাকা হোটেলে গিয়ে কথা বলেন।

পোস্টে আত্মীয়া লিখেছেন, ‘আমরা তাড়াহুড়ো করে কাছের একটা হোটেলে গেলাম এবং রিসেপশনের লোকটিকে অনুরোধ করলাম – আমাদের কোনও রুমের দরকার নেই, শুধু টয়লেটের দরকার, মাত্র ৫-১০ মিনিটের জন্য। সে মায়ের কষ্ট দেখে বলল, টয়লেট ব্যবহার করার জন্য ৮০০ টাকা দিতে হবে। আমরা হতবাক। কোনও সহানুভূতি নেই। অন্যায় ভাবে টাকা চাওয়া নিয়ে কোনও দ্বিধা নেই।’ কোনও উপায় বা দেখে ওই পরিবার এই শর্তেও রাজি হয়ে যান।

ভুক্তভোগী মহিলার পরিবারের সদস্য জানিয়েছেন, ‘আমরা ভেবেছিলাম কত আর টাকা হবে। পাবলিক টয়লেটেও তো চার্জ দিতেই হয়। তেমনই কিছু হবে ভেবেছিলাম। তার পর যখন বিলটা দেখি তখন চক্ষু চড়কগাছ হয়ে যায়। মানবিকতা বলে বোধহয় এদের কিছুই নেই।’ বাথরুম ব্যবহার করার চার্জ হিসেবে তাঁদের কাছে রীতিমতো বিল করে জিএসটি সমেত ৮০৫ টাকা দাবি করা হয়। বয়স্কা মহিলার কষ্ট আর সহ্য করতে না পেরে সে চার্জও মিটিয়ে দেয় ওই পরিবার। ঘড়ি ধরে মাত্র ৬ মিনিট বাথরুমে কাটিয়েছিলেন ওই বয়স্ক মানুষটি। এ কথা নিজের পোস্টে লিখেছেন তাঁর আত্মীয়া।

হোটেল কর্তৃপক্ষের এমন ব্যবহারের কথা শুনে ক্ষুব্ধ নেটিজ়েনরা। এক ব্যক্তি লিখেছেন, ‘আমি এখনও বোঝার চেষ্টা করছি… একজন মহিলাকে যন্ত্রণায় দেখতে পাওয়ার পরেও কীভাবে কেউ এ ভাবে টাকা দাবি করতে পারে? আমরা কী হয়ে গিয়েছি?’

আরও পড়ুন:- সেদ্ধ না অমলেট, কোন ডিমে বেশি উপকার? জেনে রাখুন

আরও পড়ুন:- ১ মে থেকে মোবাইলের দাম কমছে অনেকটা। দেখে নিন বাজেটের মধ্যে সেরা মোবাইলের তালিকা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন