Bangla News Dunia, বাপ্পাদিত্য:- যখনই আমরা অসুস্থ হই, তখন প্রথমেই আমাদের মনে আসে একজন ডাক্তারের নাম । ডাক্তারদের ঈশ্বরের দ্বিতীয় রূপ বলা হয় । কোনও সন্দেহ নেই যে ঈশ্বর আমাদের জীবন দেন । কিন্তু এটা অস্বীকার করা যাবে না ডাক্তাররা আমাদের আবার নতুন জীবন দেওয়ার জন্য কাজ করেন । ডাক্তাররা আমাদের সবচেয়ে বড় রোগ থেকে মুক্তি দেন ।
জীবনকে সহজ করার জন্য, শরীরের সুস্থ থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ । রোগ থেকে দূরে থাকলে জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দের সঙ্গে কাটাতে পারবেন । ডাক্তাররা আমাদের রোগ থেকে দূরে রাখেন । আজকের সময়ে, বিশ্বের অর্ধেকেরও বেশি জনসংখ্যা কোনও না কোনও রোগে ভুগছে । এমন পরিস্থিতিতে, ডাক্তাররাই আমাদের একমাত্র ভরসা । ডাক্তারদের সম্মান জানাতে এবং তাঁদের কাজের প্রশংসা করার লক্ষ্যে প্রতি বছর 1 জুলাই জাতীয় চিকিৎসক দিবস পালিত হয় ।
যাঁরা দিনরাত রোগীর কথা ভাবেন, সেই চিকিৎসকরা আমাদের সমাজের প্রকৃত নায়ক ৷ পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন 1 জুলাই ৷ তাঁকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্য়ে এদিন সারাদেশে পালিত জাতীয় চিকিৎসক দিবস ৷ চিকিৎসা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে চিকিৎসকদের অবদানের স্বীকৃতির পাশাপাশি সমাজে স্বাস্থ্য ও ওষুধের গুরুত্বও তুলে ধরে ।
আরও পড়ুন:- যাত্রীদের ভোগান্তি কমলো, এবার ট্রেন ছাড়ার অনেক আগেই রিজার্ভেশন চার্ট।
প্রতি বছর একটি নতুন প্রতিপাদ্য নিয়ে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয় । এবছর রোগীদের দৈনন্দিন স্বাস্থ্যসেবা গ্রহণ, রোগ থেকে মুক্তি ও তাদের সুস্থ করে তুলতে পালিত হবে ৷ এছাড়াও রোগীদের জীবন বাঁচাতে চিকিৎসকদের ভূমিকাকে স্বীকৃতি ও কৃতজ্ঞতা জানানোর লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন 1 জুলাই তারিখটিকে ডাক্তার দিবস উদযাপনের জন্য বেছে নেওয়া হয়েছিল ? কেন 1 জুলাই ভারতে জাতীয় ডাক্তার দিবস পালিত হয় । এর গুরুত্ব কী এবং এই বছর এই দিনটি কোন থিম নিয়ে পালিত হচ্ছে । জেনে নিন বিস্তারিত ৷
1 জুলাই কেন ডাক্তার দিবস পালিত হয় ?
আমরা আপনাকে বলি যে বিশ্বজুড়ে বিভিন্ন তারিখে ডাক্তার দিবস পালিত হয় । ভারতে, জাতীয় ডাক্তার দিবস 1 জুলাই পালিত হয় । বলা হয় যে এই দিনটি উদযাপনের জন্য 1 জুলাই তারিখটি বেছে নেওয়া হয়েছিল কারণ এই দিনে অর্থাৎ 1 জুলাই 1882 সালে ভারতের বিখ্যাত চিকিৎসক ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম হয়েছিল । তিনি 1962 সালের 1 জুলাই মৃত্যুবরণ করেন ।
এর উদ্দেশ্য কী ?
চিকিৎসক ডাঃ বিধান চন্দ্র রায় চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন । তাঁর অবদানকে সম্মান জানাতে প্রতি বছর 1 জুলাই জাতীয় ডাক্তার দিবস পালিত হতে শুরু করে । এই দিবসটি উদযাপনের উদ্দেশ্য হল ডাক্তারদের সম্মান জানানো । এছাড়াও তাঁদের কাজের প্রশংসা করা । এই দিনে হাসপাতালগুলিতে বিভিন্ন ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
আরও পড়ুন:- মাধ্যমিক পাশে রেলে ৬ হাজারের বেশি পদে নিয়োগ, নির্বাচন কীভাবে হবে?