20 হাজার দিলেই তৈরি ভোটার কার্ড, রেশন কার্ড, জন্ম সার্টিফিকেট! কাঠগড়ায় TMCP নেতা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চাকরি বিক্রির রেট চার্ট প্রকাশ‍্যে আসার পর এবার সামনে এল সরকারি নথি তৈরির রেট চার্ট । তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভরঞ্জন সিংয়ের বিরুদ্ধে সরকারি নথি তৈরি করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ৷ নিজের এক্স হ‍্যান্ডেলে একটি সরকারি নথি তৈরির রেট চার্ট পোস্ট করে এমনটাই অভিযোগ করেছেন বিজেপি নেতা অর্জুন সিং । আর এরপরেই শোরগোল পড়ে গিয়েছে জেলাজুড়ে ৷

ওই সরকারি নথি তৈরির রেট চার্ট অনুযায়ী, ভোটার কার্ড থেকে রেশন কার্ড, জন্ম সার্টিফিকেট অথবা রেসিডেন্সিয়াল । গুরুত্বপূর্ণ যেকোনও নথি দরকার হলেই পেয়ে যাবেন টাকার বিনিময়ে ! কোন নথির জন্য কত টাকা দিতে হবে, তার তালিকাও নির্দিষ্ট করা রয়েছে ওই রেট চার্টে ।

Rate Chart for Govt Document

তৃণমূল নেতাদের সঙ্গে শুভরঞ্জন সিংয়ের ছবি

 

‘গণপতি এন্টারপ্রাইজ’-নামে একটি সংস্থার প্যাডে তৈরি করা ওই রেট চার্টে মালিকানা হিসেবে নাম ও স্বাক্ষর রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভরঞ্জন সিংয়ের । যদিও ওই প‍্যাডের কোনও অস্তিত্ব কিংবা সেখানে করা স্বাক্ষর জাল বলে দাবি করেছেন শুভরঞ্জনের মা কৃষ্ণা সিং । এর পিছনে চক্রান্ত রয়েছে বলেও মনে করছেন তিনি ।

‘গণপতি এন্টারপ্রাইজ’-নামে ওই সংস্থার প‍্যাডে উল্লেখিত সরকারি নথি তৈরির রেট চার্ট নিচে দেওয়া হল:

জন্ম সার্টিফিকেট: 10 হাজার টাকা ।

ভোটার কার্ড: 20 হাজার টাকা ।

রেশন কার্ড: 10 হাজার টাকা ।

রেসিডেন্সিয়াল ও ইনকাম সার্টিফিকেট: পঞ্চায়েত এলাকার জন্য 10 হাজার টাকা পুর এলাকার জন্য 15 হাজার টাকা ।

কাস্ট সার্টিফিকেট: 25 হাজার টাকা ।

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন-সহ অন‍্যান‍্য ডকুমেন্ট ক্লিরিয়ান্স করতে হলে গ্রাহককে দিতে হবে 1 লক্ষ টাকা । কিন্তু টিএমসিপি এই নেতা এত সাহস পেলেন কোথা থেকে ? এর নেপথ্যেই বা কার হাত রয়েছে তাঁর উপর ?

Rate Chart for Govt Document

সরকারি নথি তৈরির রেট চার্ট 

 

এ নিয়ে নিজের এক্স হ‍্যান্ডেলে চাঞ্চল্যকর দাবি করেছেন ব‍্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং । তিনি জানিয়েছেন, তৃণমূলের উপর মহলের নেতাদের অত‍্যন্ত প্রিয় পাত্র শুভরঞ্জন সিং । তাঁকে নোয়াপাড়া বিধানসভার টিএমসিপি’র আহ্বায়কও নিযুক্ত করা হয়েছে দলের তরফে । শুধু তাই নয়, চলতি বছরের মে মাসে শ‍্যামনগরে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য টিএমসিপি নেতা শুভরঞ্জন সিংকে শুভেচ্ছা জানিয়ে নিজের সাংসদ প‍্যাডে চিঠি লিখেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এর পর থেকেই দলে প্রভাব প্রতিপত্তি বাড়তে শুরু করে ওই টিএমসিপি নেতার ।

তৃণমূল নেতাদের কত কাছের মানুষ শুভরঞ্জন, তা বোঝাতে বেশকিছু ছবিও প্রকাশ্যে এনেছেন বিজেপি নেতা অর্জুন সিং । সেখানে ব‍্যারাকপুরের তৃণমূল সাংসদ থেকে টিএমসিপি’র রাজ‍্য সভাপতি, কার সঙ্গে ছবি নেই শুভরঞ্জনের ! দলে তাঁর উত্থান এবং অনৈতিক কাজকর্মের পিছনে এই ছবিগুলোই সাহায্য করেছে বলে দাবি প্রাক্তন সাংসদের ।

TMCP leader rate chart

বিজেপি নেতা অর্জুন সিংয়ের সোশাল মিডিয়া পোস্ট

 

এ নিয়ে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, “দেশের প্রধানমন্ত্রী একসময় বলেছিলেন পশ্চিমবঙ্গে রেট চার্ট ফিক্সড রয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য । শিক্ষকের চাকরি হোক কিংবা পুলিশের চাকরি সবকিছুরই রেট চার্ট ফিক্সড রয়েছে এখানে । কিন্তু, কিছু টিএমসিপি নেতা অফিসিয়ালি বোর্ড লাগিয়ে প‍্যাডে নোটিশ দিয়ে সরকারি নথি তৈরির জন্য কত টাকা লাগবে তার রেট চার্ট ফিক্সড করে দিয়েছে ।”

তিনি আরও বলেন, “আমি এ নিয়ে ডকুমেন্ট দিয়ে সোশাল মিডিয়ায় পোস্টও করেছি । পুলিশ প্রকৃত অপরাধীদের ধরতে পারে না । আর এসব নেতাদের প্রশয় দিয়ে চলেছে । যার ফলে শিল্পাঞ্চল জুড়ে বাংলাদেশি কিংবা পাকিস্তানি অনুপ্রবেশকারী ভরে গিয়েছে । তাদের হাতে অনায়াসেই চলে যাচ্ছে সরকারি নথি । এটা দেশের নিরাপত্তার ক্ষেত্রেও বিপদ । অবিলম্বে সিবিআই, ইডির এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা দরকার । নইলে জেহাদিদের ঠেকানো যাবে না ।”

এদিকে প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে কটাক্ষ করে পালটা দিয়েছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ‍্যাম । তিনি বলেন, “উনি নিজেই দুর্নীতিগ্রস্ত এবং বড় চোর । একজন চোর আরেকজনকে চোর বলছে । ও’র বিরুদ্ধে এত দুর্নীতি রয়েছে সেগুলো আমি নথ‍ি দিয়ে প্রকাশ্যে এনেছি । ও’র মানসিক অবস্থা ভালো নয় । চিকিৎসার প্রয়োজন রয়েছে । অর্জুন সোশাল মিডিয়ায় কী পোস্ট করেছে, তা আমি দেখেনি । ও’র পোস্ট দেখার ইচ্ছেও নেই । সারাক্ষণ শুধু মিথ্যে কথা বলা ও’র স্বভাব ।”

আরও পড়ুন:- সরকারি কর্মীদের জন্য সুখবর! বেতন বাড়তে চলেছে ৩০-৪০ শতাংশ।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন