21 বছরে হলে পাবে 50 লক্ষ টাকা, কেন্দ্র সরকারের এই স্কিমে নাম লেখান

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ভারত সরকার ক্ষমতায় আসার পর থেকে নারীদের জন্য একে একে নতুন প্রকল্পের সূচনা করেছেন। বর্তমানে এমনই এক নতুন এক প্রকল্পে আবেদন চলছে যার মাধ্যমে মেয়েদের ২১ বছর পূর্ণ হলে ৫০ লক্ষ টাকা প্রদান করা হবে। ভারত সরকার ক্ষমতায় আসার পর থেকে নারীদের স্বশক্তি এবং আত্মনির্ভর করে তোলার উদ্দেশ্যে একাধিক নতুন প্রকল্পের সূচনা করেছেন। যার সুবিধা দেশের সমস্ত স্তরের মেয়েদের প্রদান করা হয়। নতুন এই প্রকল্পে বিনিয়োগকৃত অর্থের উপর ৮ শতাংশের বেশি সুদের হারও প্রদান করা হবে। তাই মহিলাদের ভবিষ্যতের কথা চিন্তা করে যারা অর্থ বিনিয়োগ করতে চান তারা এই প্রকল্পের মাধ্যমে বিনিয়োগ করতে পারেন।

আরও পড়ুন : হঠাৎ কে মোদির কার্যালয়ে গেলেন রাহুল ও প্রধান বিচারপতি ?

নিম্নে ভারত সরকারের সুকন্যা সমৃদ্ধির যোজনা নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। তাই যে সমস্ত মহিলারা সুকন্যা সমৃদ্ধি যোজনা সুবিধা পেয়েছেন অথবা আগামী দিনে পেতে চলেছেন তারা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন।

সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana – SSY) হল ভারতের সরকারের একটি সঞ্চয় প্রকল্প। যা বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের অংশ হিসেবে ২০১৫ সালে চালু করা হয়েছিল। এই প্রকল্পটি মূলত কন্যা সন্তানের ভবিষ্যৎ শিক্ষার ও বিবাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করতে ডিজাইন করা হয়েছে। ১০ বছর বা তার কম বয়সী কন্যার পিতা-মাতা বা আইনগত অভিভাবক কন্যার জন্য এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে প্রতি অর্থবছরে ন্যূনতম ২৫০ জমা দিতে হবে। এখানে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা জমা করা যাবে।

সরকারের নির্ধারিত সুদের হার প্রযোজ্য যা সাধারণত অন্যান্য সঞ্চয় প্রকল্পের তুলনায় অনেক বেশি। এই সুদ চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে ফলে দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন পাওয়া যায়। ২১ বছর বা কন্যার বিবাহের ১৮ বছর পর অর্থ উত্তোলন করা যায় (যদি কন্যার বয়স ১৮ বছর হয়ে যায় এবং বিয়ে হয়, তবে পুরো টাকা তোলা যেতে পারে)। জমাকৃত অর্থ ৮০সি ধারায় সুদ এবং উত্তোলনও করমুক্ত। কন্যার বযয়স ১৮ বছর হলে বা দ্বাদশ শ্রেণির পরে জমি টাকার থেকে উচ্চশিক্ষার জন্য ৫০% টাকা তুলতে পারেন। আগ্রহী ব্যক্তিরা যেকোনো ডাকঘরে বা অনুমোদিত ব্যাঙ্কে এই প্রকল্পের জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন