Bangla News Dunia, Pallab : ভারত সরকারের তরফে নতুন এক প্রকল্পের সূচনা করা হলো, যার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ছোট ব্যবসায়ীদের ৩০ হাজার টাকার ক্রেডিট কার্ড প্রদান করা হবে। তাই যারা ছোট ব্যবসায়ী অথবা ব্যবসা শুরু করার কথা ভাবছেন অথচ টাকার অভাবে শুরু করতে পারছেন না, তারা এই প্রকল্পের মাধ্যমে ক্রেডিট কার্ড সংগ্রহ করে প্রয়োজন অনুসারে অর্থ বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্যই হলো ক্ষুদ্র এবং ছোট ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করে স্বাবলম্বী করে তোলা। বর্তমানে প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তাই আগ্রহী ব্যক্তিরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। নিম্নে প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।
আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা
পিএম স্বনিধি যোজনা:
ভারত সরকার দেশে ক্ষুদ্র এবং ছোট ব্যবসায়ীদের জন্য যে নতুন প্রকল্পের সূচনা করেছেন তার নাম হলো পিএম স্বনিধি যোজনা। পিএম স্বনিধি যোজনা হলো মাইক্রো ক্রেডিট স্কিম, যার মাধ্যমে ভারত সরকার দেশের ক্ষুদ্র ব্যবসায়ী, হকার এবং স্ট্রিট ভেন্ডারদের আর্থিক সুবিধা প্রদান করে থাকে। এই প্রকল্পে তিন ধাপের মাধ্যমে ঋণ নেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রথম ধাপে আবেদনকারীদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। দ্বিতীয় ধাপে ঋণ পরিশোধ করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়। তৃতীয় ধাপে ভালো লেনদেন থাকলে আবেদনকারী সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাবেন।
প্রকল্পের সুবিধা:
পিএম স্বনিধি যোজনায় অন্যান্য প্রকল্পের তুলনায় বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করা হবে। এখানে মোট ঋণের উপর ৭% সরকারি ভর্তুকি মিলবে এবং বার্ষিক ১২০০ টাকার অতিরিক্ত ক্যাশব্যাক মিলবে। এতদিন পর্যন্ত পিএম স্বনিধি যোজনায় শুধুমাত্র নগদ ঋণ দেওয়া হতো। কিন্তু এবার ৩০ হাজার টাকার ইউপিআই লিংকড ক্রেডিট কার্ড দেওয়া হবে। এই প্রকল্পে আবেদনের জন্য কোন বড় ব্যাঙ্কের গ্যারান্টি লাগেনা, সহজ শর্তে এখানে ঋণ পাওয়ার যায়। সময়মতো ঋণ পরিশোধ করলে এই প্রকল্পে ক্যাশব্যাক এবং ৭% ভর্তুকি পাওয়া যায়। এছাড়াও বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে ক্রেডিট কার্ডের সুবিধা থাকাই ডিজিটাল লেনদেন আরো সহজ হয়েছে। প্রাথমিক অবস্থায় ঋণ ঠিকমতো পরিশোধ করতে পারলে ধাপে ধাপে বড় অঙ্কের ঋণ দেওয়া হয়।
আবেদন যোগ্যতা:
এই স্কিমে যেকোন স্ট্রিট ভেন্ডার, ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র দোকানদার বা হকার হলেই আবেদন করতে পারবেন। আবেদনকারী কে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তবে আবেদন করার জন্য ব্যক্তিদের পরিচয় পত্র হিসেবে অবশ্যই আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স জমা দিতে হবে।
আরও পড়ুন : জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন, চেক ও অনলাইন ডাউনলোড – সম্পূর্ণ পদ্ধতি দেখুন ?
আবেদন পদ্ধতি:
দুই পদ্ধতিতে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করা যাবে, প্রথম পদ্ধতি হলো অনলাইনে এর মাধ্যম।অনলাইনে আবেদন জন্য আবেদনকারী https://pmsvanidhi.mohua.gov.in/ এই ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। সাইটে গিয়ে, Apply Online অপশনে ক্লিক করে সমস্ত প্রয়োজনীয় তথ্য পূর্ণ করতে হবে।
আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস, ব্যবসার রেজিস্ট্রেশন অথবা লাইসেন্স প্রমাণপত্র (যদি থাকে) সহ অন্যান্য প্রমাণপত্র আপলোড করতে হবে। আবেদনের দ্বিতীয় পদ্ধতি হলো সরাসরি নিকটবর্তী ব্যাংকের শাখা। ব্যাংক বা নিকটবর্তী মাইক্রো ATM/CSC-এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও আবেদনকারী দলগত ভাবে কিছু নির্দিষ্ট ব্যবসায়ী দল বা সমিতি একত্রে আবেদন করতে পারে।
আরো পড়ুন : বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায় !