Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সীমান্ত নিয়ে উত্তেজনা চরমে। এতদিন ভারতের বন্ধু হিসেবেই পরিচিত ছিল নেপাল৷ কিন্তু সেই চেনা বন্ধুর আচরণই যেন হঠাৎ বদলে গিয়েছে৷ ভারতীয় এলাকাকে নিজেদের বলে দাবি করে শুধু নতুন মানচিত্র প্রকাশ করাই নয়, সংবিধান সংশোধন করে সেই বিতর্কিত মানচিত্রকে সংসদে পাশ করিয়ে নিল নেপাল সরকার৷ শনিবারই নেপালের সংসদে ভোটাভুটির মাধ্যমে এই বিতর্কিত মানচিত্র পাশ করিয়ে নেওয়া হয়।
এদিকে ভারতের তরফে নেপালকে দুই দেশের মধ্যে সংস্কৃতি, সভ্যতা এবং বন্ধুত্বের সুদীর্ঘ ইতিহাসের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। নেপালের যে মানচিত্র নিয়ে বিতর্ক, তাতে লিমপিয়াধুরা, কালাপানি এবং লিপুলেখের মতো ভারতীয় এলাকাগুলিকে নিজেদের বলে দাবি করছে। গত বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব অতীতে দু’দেশের সুসম্পর্কের কথা মনে করিয়ে দিয়েছেন৷ পাশাপাশি অতীতে ভূমিকম্প ও বর্তমানে করোনা মহামারির মোকাবিলাতেও কীভাবে ভারত নেপালকে সাহায্য করেছে, সেকথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।
ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, প্যারাসিটামল এবং হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ, টেস্ট কিট এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম-সহ প্রায় ২৫ টন মেডিক্যাল সাহায্য আমরা নেপালকে পাঠিয়েছি৷ নেপালই প্রথম দেশ, যাদের হাইড্রক্সিক্লোরোকুইন রফতানিতে ছাড় দিয়েছিল ভারত ৷ মানবিকতার খাতিরে ভারতে আটকে থাকা নেপালের নাগরিকদেরও লকডাউনের মধ্যে দেশে ফেরত পাঠাতে সাহায্য করা হয়েছিল বলে মনে করিয়ে দিয়েছেন ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র৷
অনুরাগ ঠাকুর আরও দাবি করেন, লকডাউনের মধ্যেও নেপালে যাতে জরুরি সামগ্রীর সরবরাহ বন্ধ না হয় এবং দু’ দেশের বাণিজ্যে যাতে বাধা না তৈরি হয়, তাও নিশ্চিত করেছে ভারত। গত শুক্রবার বিহারের সীতামারিতে ভারত- নেপাল সীমান্তে নেপাল পুলিশের গুলিতে এক ভারতীয়র মৃত্যু হয়।
নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি বরাবরই চিনের দিকে কিছুটা ঝুঁকে। ভারতের সঙ্গে তাঁর মতবিরোধ নতুন কিছু নয়৷ ২০১৬ সালে ক্ষমতা হারানোর জন্য ভারতকেই দায়ী করেছিলেন ওলি।
Highlights
1. সীমান্ত নিয়ে উত্তেজনা চরমে
2. নেপালের যে মানচিত্র নিয়ে বিতর্ক, তাতে লিমপিয়াধুরা, কালাপানি এবং লিপুলেখের মতো ভারতীয় এলাকাগুলিকে নিজেদের বলে দাবি করছে
# India # Nepal