Bangla News Dunia, অজয় দাস :- আপনি কি নিজের ব্যাবসা করছেন বা পরিবারের ব্যবসা দেখা শুনা করছেন ? যেই ব্যাবসা আপনি বড় করতে চান অথবা আপনি নতুন উদ্যোক্তা হতে চান আপনার কাছে নতুন কোনো ব্যাবসার আইডিয়া আছে , যার মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে বড় করতে চান।
তবে ব্যবসা করবার আগে নিজেকে ব্যাবসার জন্য তৈরি করে নিতে হবে। ব্যবসা করতে গেলে ভালো সময় যেমন আসবে ঠিক তেমনই খারাপ সময়ও আসবে। ওই খারাপ সময়কে কি ভাবে অতিক্রম করবেন তা আপনাকেই ভাবতে হবে।
ভারতের OYO room – এর প্রতিষ্ঠাতা রীতেশ আগারওয়াল তার প্রথম ব্যাবসার শুরুতে নিজেই বিভিন্ন হোটেল মালিকদের কাছে নিজের ব্যবসার ব্যাপারে বোঝাতে যেতেন। এমনকি তিনি হোটেল রুম ও পরিষ্কার করেছেন। আর এখন পৃথীবির বৃহত্তম হোটেল ব্যবসার মালিক তিনি। তার অর্থের পরিমান ১.১ বিলিয়ন ডলার।
আপনি যখন প্রথম ব্যবসা শুরু করবেন তখন সেই ব্যাবসার সমস্ত কাজ আপনাকেই করতে হতে পারে। যেমন – একাউন্ট থেকে শুরু করে ডেলিভারি , ম্যানেজমেন্ট , সেলস , রিসার্চ অথাৎ ওই ব্যবসার সমস্ত কাজই আপনাকে করতে হতে পারে। এমনকি আপনার অফিস আপনাকে নিজেকেই ঝাড়ি – পোঁছা মারতে হতে পারে।
নিজের মধ্যে থেকে সমস্ত রকম লজ্জা দূর করতে হবে। আপনি যদি আপনার ব্যাবসার কোনো ছোট কাজ করতে লজ্জা পান তবে আপনি ওই ব্যাবসায় অসফল ও হতে পারেন। কারণ ওই কাজ করাতে আপনাকে অন্য ব্যাক্তিকে টাকা দিতে হবে। যেমন নাচতে গেলে ঘোমটা দিলে চলে না ঠিক তেমনই ব্যাবসায় লজ্জা পেলে চলবে না।
আপনি ব্যবসায় যখন সফল হয়ে যাবেন তখন আসতে আসতে নিজের কাজ গুলোকে অন্য ব্যাক্তিকে করতে দিন যাতে তারা আপনার কাজ করে দিতে পারে।