Banla News Dunia , পল্লব চক্রবর্তী :- ধামাকা অফার নিয়ে হাজির Jio। এবারের আইপিএল অনুষ্ঠিত হবে আরব আমিরশাহিতে। ১৯ সোপ্টেম্বর শুরু হবে টুর্নামেন্ট এবং শেষ হবে ১০ নভেম্বর। এই টুর্নামেন্টে চলবে ৫৩ দিন ধরে, ৬০ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আইপিএল হবে দর্ষকশুন্য মাঠে। তাই বাড়িতে বসেই উপভোগ করতে হবে আইপিএল। এই কথা মাথায় রেখেই স্মার্টফোনে আইপিএল লাইভ দেখার ব্যবস্থা করছে রিলায়েন্স জিও। জানা যাচ্ছে, জিও দুটি প্ল্যান নিয়ে আসছে। এই দুটির মধ্যে যে কোনও একটি রিচার্জ করলেই বিনামূল্যে আইপিএলের লাইভ দেখতে পাবেন গ্রাহকরা।
গ্রাহকদের অনলাইনে ম্যাচ দেখানোর জন্য স্টার ও জিও চুক্তিবদ্ধ হচ্ছে। জিও প্রি পেড গ্রাহকদের পাশাপাশি জিওফাই ব্যবহারকারীরাও একটি বিশেষ প্ল্যানের সুবিধা পাবেন। যাঁদের Disney এবং Hotstar সাবস্ক্রাইব করা নেই, তাঁরা বিনামূল্যে পাঁচ মিনিটই আইপিএল লাইভ দেখতে পাবেন। এক সংবাদ সংস্থা জানিয়েছে, ৪০১ এবং ২৫৯৯ টাকার রিচার্জ করলে এই পরিষেবা পাওয়া যাবে। এর একটিতে রিচার্জের সঙ্গে সঙ্গেই OTT প্ল্যাটফর্মটি ব্যবহার করা যাবে। সেখানেই আইপিএল দেখা যাবে। তবে সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি।
৪০১ টাকার প্ল্যানে পাওয়া যাবে প্রতিদিন ৩ জিবি ডেটা, অতিরিক্ত ৬ জিবি ডেটা, জিও টু জিও আনলিমিটেড ফ্রি কলিং, অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট ফ্রি কলিং এবং রোজ ১০০ টি করে এসএমএস। পাশাপাশি জিওর একাধিক অ্যাপ ব্যবহারের সুযোগ থাকছে। এই প্ল্যানের বৈধতো ২৮ দিন। ২৫৯৯ টাকার রিচার্জে পাবেন প্রতিদিন ২ জিবি করে ডেটা, পাবেন অতিরিক্ত ১০ জিবি ডেটা, এক বছরের জন্য Disney+ Hotstar এর সাবস্ক্রিপশন ফ্রি, জিও থেকে জিও আনলিমিটেড ফ্রি কল, অন্য নেটওয়ার্কে ১২০০০ মিনিট ফ্রি কলিং এবং প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএস। এই প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন।
Highlights
1. ধামাকা অফার নিয়ে হাজির Jio
2. বিনামূল্যে IPL লাইভ দেখার সুযোগ
#IPL #Jio