যুদ্ধ জয়ে একধাপ এগোলেন বাইডেন ! হুঙ্কার দিচ্ছেন ট্রাম্প

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- যুদ্ধ জয়ে একধাপ এগোলেন বাইডেন ! এবার  ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে সেই উইসকনসিন অঙ্গরাজ্য ছিনিয়ে নিয়ে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নিজেকে খানিক এগিয়ে রাখলেন ডেমোক্র্যাট জো বাইডেন। গত নির্বাচনে এই উইসকনসিনে জয়ী হয়েছিলেন ট্রাম্প। প্রথম থেকেই এই রাজ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছিল। তবে বাইডেন জয় পেলেও রিপাবলিকান ট্রাম্পের সঙ্গে তার ব্যবধান সামান্যই।

প্রসঙ্গত সুইং স্টেট হিসেবে পরিচিত উইসকনসিন রাজ্যে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয় পাওয়ায় এই  রাজ্যের ১০ টি ইলেকটোরাল কলেজের ভোট পড়েছে তাঁর ঝুলিতে। তাঁর দখলে এখনো ২৪৮ টি ইলেকটোরাল কলেজ ভোট। মিশিগান ও নেভাদায় এখন পর্যন্ত এগিয়ে বাইডেন। এই দুই রাজ্যে ইলেকটোরাল কলেজের সংখ্যা ২২। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২১৪ টিতে নিশ্চিত ভাবে জয়ী হয়েছেন। আরও ছ’টি রাজ্যে ফলাফল বাকি আছে। পিছিয়ে থাকলেও হাল ছাড়তে নারাজ ট্রাম্প। গতকাল জাতির উদ্যেশে ভাষণে তিনি বলেন তিনি জিতে গেছেন। কারচুপির অভিযোগ আনেন ও কোর্টে যাওয়ার হুমকিও দেন ট্রাম্প

আরো পড়ুন :- মার্কিন মূলুকে শেষ হাসি কার ? বাইডেন নাকি ট্রাম্প ?

এবারের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রায় ২১ কোটি ভোটার ভোট দিয়েছেন। আগাম ভোট দিয়েছেন প্রায় ১০ কোটি ভোটার। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর রাতে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্সিয়াল প্রার্থী দাবি করেন, তাঁরাই বিজয়ী হতে চলেছেন। বাইডেনের কথায়, গভীর রাত পর্যন্ত ভোটগণনার পর এটা নিশ্চিত ২৭০ ইলেকটোরাল ভোট পাওয়ার মতো যথেষ্ট সংখ্যক অঙ্গরাজ্যে আমরা জিতছি। তিনি সকলকে ধন্যবাদ দেন।

Highlights

1. যুদ্ধ জয়ে একধাপ এগোলেন বাইডেন ! 

2. প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রায় ২১ কোটি ভোটার ভোট দিয়েছেন

#Trump # বাইডেন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন