হিংসা ও রাগের প্রকৃত অর্থ কি ? জানেন আপনি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- হিংসা ও রাগের প্রকৃত অর্থ কি ? আপনার জীবনে রাগ লোভ অথবা হিংসা এর মধ্যে কোন একটি থাকলে মানুষের জীবন সম্পূর্ণ শেষ হয়ে যেতে পারে। রাগ অথবা হিংসা কোন একজন মানুষকে যে কোন মহৎ কাজ করতে বাধা দেয়। এটা নিশ্চই মনে রাখুন অন্যের ভালো সহ্য করাটা আপনার ভালো শিক্ষার পরিচয়। এই রকম অনেক মানুষ থাকে যারা নিজেরা নিজেদের জীবনে ভালো থাকতে পারে না বলে অন্যরা ভালো থাকুক তা একদম সহ্য করতে পারে না। যা খুব খারাপ দিক।

meditation-zen-chan-yoga

উলেখ্য এমন কাজ করলে কখনো মনের শান্তি পাওয়া যায় না। যদি আপনি কাউকে হিংসা করছেন, তাহলে সব সময় আপনি তার কথা চিন্তা করবেন। কিন্তু এক্ষেত্রে আপনি যদি আপনার নিজেকে নিয়ে চিন্তা করেন, তাহলে হয়তো অদূর ভবিষ্যতে আপনার কোনো ভালো কাজ সফল হতে পারে। মনে রাখবেন, ঈশ্বর তাকে ততটুকুই দেন, যে যতটুকু অর্জন করার যোগ্যতা সে রাখে। তাই অন্যকে নিয়ে অযথা সময় নষ্ট না করে চেষ্টা করুন কি করে সেই যোগ্যতা অর্জন করা যায়।

আরো পড়ুন :- মানষিক অবসাদে ভুগছেন ? কিভাবে দূর করবেন ? জানাচ্ছেন বিশেষজ্ঞরা

তাই এখনই অন্য কাউকে হিংসা করা বন্ধ করুন। জীবনে সরল ভাবে থাকুন আর অন্যদের সন্মান করুন। সুস্থ ও সৎ ভাবে জীবন যাপন করুন। বিপদে অন্যের পাশে দাঁড়ান। তাহলে সবাই আপনার পাশে থাকবে।

Highlights

1. হিংসা ও রাগের প্রকৃত অর্থ কি ?

2. জীবনে সরল ভাবে থাকুন আর অন্যদের সন্মান করুন

#Life Style #Tips

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন