রাজস্থান পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া নিশান ! চিন্তায় শাসক কংগ্রেস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- রাজস্থান পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া নিশান ! রাজস্থানে মোট ২১ টি জেলার ৬৩৬ টি জেলা পরিষদ ও ৪ হাজার ৩৭১ টি পঞ্চায়েত সমিতির আসনের নির্বাচনের ভোট গণনার খবর আসছে। এখনো অবধি পাওয়া ভোটের ফলাফল অনুযায়ী মোট পঞ্চায়েত সমিতির সদস্যদের মধ্যে সেখানকার শাসক কংগ্রেস ও বিজেপির মধ্যে টক্কর চলছে। প্রথমে কংগ্রেস কিছুটা এগিয়ে গেলেও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি।

এখনো অবধি যা পরিসংখ্যান আসছে তাতে পঞ্চায়েত সমিতিতে রাজস্থানের শাসক কংগ্রেস ২৪৭ আর বিরোধী বিজেপি ২১৮ টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়াও সেখানকার জেলা পরিষদে এখনো অবধি ২৩ টি আসনে কংগ্রেস, ১৯ টি আসনে বিজেপি ও ২ টি আসনে নির্দল প্রাথীরা জয় লাভ করেছে। গভীর রাতের মধ্যে পুরোপুরি পরিণাম সামনে আসতে পারে। এবারের লড়াই বিজেপি আর কংগ্রেসের মধ্যে হচ্ছে। কিছু দিন আগে হায়দ্রাবাদ নির্বাচনের পর বিজেপির সাফল্যের পর সবার নজর এই নির্বাচনের ফলাফলের দিকে।

আরো পড়ুন :- ভোটের আগে ভেঙে পড়বে তৃণমূল সরকার ! দাবি বিজেপির

প্রসঙ্গত ৬৩৬ টি জেলা পরিষদ সিটের জন্য ১ হাজার ৭৭৮ জন প্রার্থী ও ৪ হাজার ৩৭১ পঞ্চায়েত সমিতির সিটের জন্য ১২ হাজার ৬৬৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ চলছে। আর এই নির্বাচনের ফলাফলে স্পষ্ট হবে, রাজস্থানের গ্রামীণ এলাকায় আসলে কার শক্তি বেশি। এদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বিজেপির বিরুদ্ধে সরকার ভাঙার চক্রান্তের অভিযোগ করে আসছে।

Highlights

1. রাজস্থান পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া নিশান !

2. বিজেপির সাফল্যের পর সবার নজর এই নির্বাচনের ফলাফলের দিকে

#BJP #Congress

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন