গোহত্যা বিরোধী বিল পাশ কর্ণাটক বিধানসভায় ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- গোহত্যা বিরোধী বিল পাশ কর্ণাটক বিধানসভায় ! এই দিন কর্ণাটকের মন্ত্রী কে জি মধুস্বামী বিল নিয়ে বলেন, গরু আর বাছুরদের হত্যা করা সমূর্ণ রূপে নিষিদ্ধ হয়েছে। কর্ণাটক রাজ্যে ১৩ বছরের বেশি বয়সী মহিষ মারার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু অবৈধ বিক্রি, চোরা চালন ও অকারণে গোহত্যাকে দণ্ডনীয় অপরাধ বলে ধরা হয়েছে। কিন্তু বিলে এটা বলা আছে যে যদি কোনও গরু রোগ আক্রান্ত থাকে আর সেই রোগ অন্যান্য গরু বা বাছুরদের মধ্যে ছড়ানোর সম্ভাবনা থাকে, তখন সেই গরু হত্যা করা যেতে পারে।

সেই রাজ্যের বিরোধী দল কংগ্রেস বিলের বিরুদ্ধে বিধানসভা থেকে ওয়াকআউট করে। কর্ণাটক বিধানসভায় বিরোধীদের চরম হাঙ্গামার মধ্যে গোহত্যা বিরোধী বিল পেশ করে। শাসক দল বিজেপি সূত্রে বলা হয়েছে গোহত্যা বিরোধী ও সংরক্ষণ বিল ২০২০ মতে সেই এবার থেকে রাজ্যে গোহত্যা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। এই বিষয়ে গরু চোরাচালান, অবৈধ বিক্রি, অত্যাচার ও হত্যায় যুক্ত অপরাধীদের বিরুদ্ধে কড়া সাজা দেওয়া হবে। কর্ণাটক রাজ্যের পশুপালন মন্ত্রী প্রভু চৌহান এই গোহত্যা বিরোধী ও সংরক্ষণ বিল ২০২০ বিধানসভাতে পেশ করেন।

আরো পড়ুন :- তৃণমূলে ফের ভাঙনের ইঙ্গিত ! মুকুলের বাড়ি গেলেন তৃণমূল বিধায়ক

কিন্তু এই দিন সেই সময় বিরোধী কংগ্রেস নেতা সিধারামাইয়ার নেতৃত্বে বিধায়করা স্পীকারের আসনের সামনে হাঙ্গামা শুরু করে। তারা অভিযোগ করেন সেই বিল পেশ করার জন্য কার্য মন্ত্রালয়ের সভায় কোনো আলোচনা হয়নি। তবে তাতে আমল দেয়নি শাসক দল বিজেপি।

Highlights

1. গোহত্যা বিরোধী বিল পাশ কর্ণাটক বিধানসভায় !

2. কংগ্রেস বিলের বিরুদ্ধে বিধানসভা থেকে ওয়াকআউট করে

#BJP #Congress

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন