পঞ্চায়েত নির্বাচনে বিরাট জয় পেল বিজেপি ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- গোয়া পঞ্চায়েত নির্বাচনে বিরাট জয় পেল বিজেপির ! এর আগে গ্রেটার হায়দ্রাবাদে বিরাট উত্থান ও সাফল্য তারপর রাজস্থান পঞ্চায়েত নির্বাচনে ওখানকার শাসক কংগ্রেসকে পর্যদুস্ত করা। এবার গোয়ার গ্রামীণ এলাকাতে জিতলো বিজেপি। গোয়ার পঞ্চায়েত এলাকার মধ্যে ৫০ টি আসন আছে সেখানে একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন করা যায়নি। বাকি ৪৯ টি আসনে ১২ ডিসেম্বর নির্বাচন করা হয়েছিল। সেখানে চমকপ্রদ সাফল্য পেলো গোয়ার শাসক দল বিজেপি।

নির্বাচন কমিশন দ্বারা ঘোষিত ফলাফলে শাসক বিজেপি ৩২ টি আসনে জয় পেয়েছে। ৭ টি আসনে নির্দলীয় প্রার্থীরা জয় পেয়েছে। বিরোধী কংগ্রেসের খাতায় মাত্র ৪ টি আসন আর এমজিপি ৩ টি আসনে জয়লাভ করেছে। এছাড়াও NCP আর AAP ১ টি করে আসনে জিতেছে। আগামী ২০২২ এর নির্বাচনের আগে এই ফলাফল শাসক বিজেপিকে অনেক স্বস্তিতে রাখলো। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত গ্রামীণ এলাকায় বিজেপির নির্বাচনী ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

আরো পড়ুন :- বাংলায় আরএসএস প্রধান মোহন ভাগবত ! একুশের আগে নতুন চমক

মুখ্যমন্ত্রী সাওয়ান্ত ট্যুইট করেছেন , বিশ্বাস ও ভরসা এগিয়ে নিয়ে গিয়ে গোয়াকে শ্রেষ্ঠ আর আত্মনির্ভর রাজ্য বানাতে সকলকে এগিয়ে আসতে বলেছেন। তিনি আরো বলেন এই ফলাফল প্রমাণ করে রাজ্যে আগামী ২০২২ এ আসন্ন বিধানসভা নির্বাচনের ফলাফল কি হবে। রাজ্যে বিজেপি দল সম্পূর্ণ সংখ্যাগরিস্থতার সাথে সরকার গঠন করবে। কৃষক আন্দোলনের মধ্যে বিরাট স্বস্তি বিজেপির।

Highlights

1. গোয়া পঞ্চায়েত নির্বাচনে বিরাট জয় পেল বিজেপির !

2. কৃষক আন্দোলনের মধ্যে বিরাট স্বস্তি বিজেপির

#BJP #Election

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন