Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সবুজের পর লাল শিবিরেও গেরুয়া থাবা ! বেশ কিছু দিন ধরে তৃণমূল থেকে অনেক নেতা বিজেপিতে আসছেন এবার লাল শিবিরেও কোপ পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। দলের প্রতি ক্ষোভ নিয়ে দল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল। এছাড়াও শুভেন্দু অধিকারীর হাত ধরে সিপিএম ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাস। এবার অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দেওয়ার কথা তার। এই নিয়ে শাসক তৃণমূলের অন্দরে শুরু হয়েছে চাপানউতোর।
এদিকে শুভেন্দুর পর শাসক দল থেকে পদত্যাগের হিড়িক পড়তে শুরু করেছে। দল ছেড়েছেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত এবার পদত্যাগ করলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা , ক্রীড়া ও তথ্য সংস্কৃতি কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা ফিরোজ কামাল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শুভেন্দুর বিজেপিতে যোগ দেওয়ার আগে তৃণমূলে যে হারে ভাঙন লেগেছে শুভেন্দুর বিজেপিতে যাওয়ার পর ভাঙন কয়েকগুণ বৃদ্ধি পাবে। এই রকম ধারা চলতে থাকলে ভোটের আগেই শাসক দলের চিন্তা যে আরো বাড়বে সেটা বলাই বাহুল্য।
আরো পড়ুন :- আবারও এক বিরাট ভাঙন তৃণমূলে ! বিস্তারিত পড়ুন
উলেখ্য এর আগে উত্তর ২৪ পরগনা জেলার আরও এক দাপুটে তৃণমূল নেতা তথা খাদ্য কর্মাধ্যক্ষ রতন ঘোষ দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। রাজ্যে তৃণমূলে ভোট কুশলী পিকে আসার পর থেকেই বেসুরো তৃণমূলের বিভিন্ন নেতারা। ফলে সেটাই দলের শেষের কারণ কিনা সেটা আগামী দিনে বোঝা যাবে।
Highlights
1. সবুজের পর লাল শিবিরেও গেরুয়া থাবা !
2. রাজ্যে তৃণমূলে ভোট কুশলী পিকে আসার পর থেকেই বেসুরো তৃণমূলের বিভিন্ন নেতারা
#BJP #TMC