Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ২০০-র বেশি আসন পাবে বিজেপি ! বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম নিজের গড় কাঁথিতে দাঁড়িয়ে সভা করলেন শুভেন্দু অধিকারী। প্রথমে একটি বিশাল রোড শো তারপর জনসভা। সেই দুটিতেই বিজেপি কর্মীদের ভিড় হয়েছিল নজর কাড়ার মত। শুভেন্দুর কাঁথির জন সভায় জনস্রোত নিয়ে চওড়া হাসি ফুটেছে বিজেপি নেতৃত্বের। তার বিশাল রোড শোয়ে জনপ্লাবন দেখে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী স্লোগান দেন। তিনি বলেন, হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে। তাতেই উৎবুদ্ধ বিজেপি কর্মী ও সমর্থকরা।
এই দিন কাঁথির জন সভা থেকে তৃণমূলকে চ্যালেঞ্জ করেন , তিনি বলেন বিজেপিকে আটকে রাখা যাবে না। এবার ২০০ পার করব আমরা। পারলে আমাদের আটকে দেখান। গত দিন সেই কাঁথির জন সভা থেকে তৃণমূলের সাংসদ সৌগত রায় ও ফিরহাদ হাকিম শুভেন্দু অধিকারীকে মীরজাফর বলেও কটাক্ষ করেছিলেন। সেখানেই ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিরাট শক্তি প্রদর্শন করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি এটা বুঝিয়ে দিলেন দল পাল্টালেও পূর্ব মেদিনীপুর তার সাথেই আছে।
আরো পড়ুন :- জম্মু-কাশ্মীর ডিডিসি নির্বাচনে চমকপ্রদ সাফল্য বিজেপির ! বিস্তারিত পড়ুন
প্রসঙ্গত এই দিন শুভেন্দু অধিকারী পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে কটাক্ষ করে বলেন, উনি কলকাতাকে মিনি পাকিস্তান বলা মন্ত্রী এখন আমাকে নিয়ে কুৎসা রটাচ্ছেন। আর সাংসদ সৌগত রায়কে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, ১৯৯৮ সালে দক্ষিণ কলকাতায় লোকসভা ভোটে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলে আক্রমণ করেছিলেন তিনি সেটা মুখে আনা যায় না।
Highlights
1. ২০০-র বেশি আসন পাবে বিজেপি !
2. দল পাল্টালেও পূর্ব মেদিনীপুর তার সাথেই আছে