Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আপনি পারিবারিক সমৃদ্ধি চান ! করোনা আবহে চাকরি হারিয়েছেন অনেকে। ব্যবসা বন্ধ হয়েছে অনেক জায়গায়। ফলে নানা সমস্যাতে বহু মানুষ। তাহলে সমস্যা থেকে বেরোতে পরিবারে অর্থনৈতিক সমৃদ্ধি, অগ্রগতি এবং শান্তির জন্য জেনে নিন কিছু জ্যোতিষ টিপস। মেনে চলুন কিছু নিয়ম।
এক নজরে দেখুন —–
১. আপনার ঘরের ভিতর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বিশেষ করে বাড়ির সদর দরজাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং সামনের দিকে স্বস্তিক চিহ্ন করুন। এতে আপনার ভালো হবে।
২. আপনার ঘরের দক্ষিণ-পূর্ব দিকে একটি স্ফটিক বল রাখা বাস্তু মতে খুব ভালো। এছাড়াও আপনার ঘরে ধাতব কচ্ছপ বা রুপালি হাতি রাখতে পারেন। এতে অর্থনৈতিক ভাবে ভালো হবে।
৩. আপনার বাড়িতে যে কোনো ধরনের একটি ইনডোর প্ল্যান্ট লাগানো খুব শুভ। আপনি যদি চান তুলসী গাছ লাগাতে পারেন। এই সব গাছ গুলি বাড়িতে থাকা বাস্তু মতে শুভ বলে মনে করা হয়।
৪. আপনি সব সময় আপনার মানি ব্যাগে সামান্য কিছু অর্থ রাখুন। একেবারে খালি মানি ব্যাগ রাখা খুব অশুভ বলে মনে করা হয়।
আরো পড়ুন :- জানুন পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণের কিছু নিয়ম ও উপকারিতা
৫. আপনার ঘরের গুরুত্বপূর্ণ আলমারির কাছে কোনো সুগন্ধি দ্রব্য বা কোনো রকম ঝাড়ু একদমই রাখবেন না।
৬. আপনি লাফিং বুদ্ধের পবিত্র মূর্তিকে বাড়িতে আনতে পারেন। এটি আপনি ঘরের উত্তর-পূর্ব দিকে রাখুন।
৭. এছাড়াও আপনার বাড়ির উত্তর দিকে কোন অ-প্রয়োজনীয় জিনিস রাখবেন না।
এই সকল টিপস মেনে চলুন আর ভালো থাকুন।
Highlights
1. আপনি পারিবারিক সমৃদ্ধি চান !
2. টিপস মেনে চলুন আর ভালো থাকুন
#Astro Tips #Vastu