তিনি মাতাল, তবে মদ্যপানে নয়, ২৭ বছর এটা দেখে অনুভব করলেন বিখ্যাত পরিচালক

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- তিনি রামগোপাল বর্মা। বিখ্যাত পরিচালক। ভারতীয় চলচ্চিত্রে এক ভিন্ন ধারার সূচনা করেন তিনি। রামগোপালের সিনেমা মানেই একটা নতুন কিছু। সেই রামগোপাল বর্মা এবার সোশ্যাল মিডিয়ায় লিখলেন এমন এক কথা যা নতুন করে হইচই ফেলে দিয়েছে।

রামগোপাল লিখেছেন এটা ঠিক কথা যে তিনি মাতাল। কিন্তু সেই মাতাল মদ্যপান করে নয়। তিনি তাঁর সাফল্য ও অহংকারে মাতাল। আর সেটাও তিনি মাত্র ২ দিন আগে অনুভব করেছেন। অনুভব করেছেন কিসের জন্য তিনি মাতাল।

রামগোপাল লেখেন, ২৭ বছর পর তিনি ফের তাঁর তৈরি কালজয়ী সিনেমা সত্যা দেখেন। সত্যা ভারতীয় সিনেমায় যেমন একদম এক নতুন ভাবনা সামনে এনেছিল, তেমনই তা বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছিল।

আরও পড়ুন:– মহিলাদের প্রতিমাসে 32 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র। চালু হল নতুন প্রকল্প। টাকা পেতে হলে কী করতে হবে?

তাঁর নিজের তৈরি এই সিনেমা ২৭ বছর পর ফের দেখে রামগোপাল কেঁদে ফেলেছেন বলে লিখেছেন। লিখেছেন, কেবল এক ভালবাসা ও আন্তরিক টান থেকে সিনেমাটি তৈরি করেন তিনি। যা একটি শিশুর জন্ম দেওয়া ছিল, তবে সে শিশু কেমন শিশু তা জানা ছিলনা।

শিশুর জন্ম দেওয়ার আনন্দটাই ছিল মুখ্য। কেউ বুঝতেই পারেননি কেমন সিনেমা তৈরি হল। কখন যে সিনেমাটা তৈরি হয়ে গিয়েছিল তাও বোঝা যায়নি।

বোঝা গিয়েছিল তা নিয়ে অন্যদের বক্তব্যে। বক্স অফিসে হিট হওয়ার পর তিনি অনুভব করে আনন্দে মাতোয়ারা হয়ে যান যে এটা তাঁর সৃষ্টি।

আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:– কলকাতা CNCI ইনস্টিটিউটে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত

 

 

 

 

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন