Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রামদেবের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারের পরোয়ানা জারি করল কেরালার পালাক্কড় আদালত। একই সঙ্গে পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার সহ-প্রতিষ্ঠাতা আচার্য বালকৃষ্ণের নামেও জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারের পরোয়ানা জারি হয়েছে। একটি অপরাধ মামলায় একাধিকবার আদালতে তলব করা হলেও হাজিরা না দেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
চিকিৎসা সংক্রান্ত বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রদর্শনের জন্য পতঞ্জলি আয়ুর্বেদের দিব্যা ফার্মেসি সংস্থার বিরুদ্ধে ২০২৪ সালের অক্টোবর মাসে মামলা দায়ের করেছিলেন কেরালার ড্রাগ ইনস্পেক্টর। অভিযোগ ছিল, ভুয়ো বিজ্ঞাপন দিয়ে দাবি করা হয়েছে পতঞ্জলির প্রোডাক্ট ডায়াবিটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যা সারিয়ে ফেলতে পারে। কোঝিকোড়ে এবং হরিদ্বারেও এমনই দু’টি মামলা রয়েছে রামদেব ও আচার্য বালকৃষ্ণের বিরুদ্ধে।
এর আগে কেরালার পালাক্কড় জেলা আদালত জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছিল দু’জনের বিরুদ্ধে। ১ ফেব্রুয়ারি তাঁদের আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল। যদিও দু’জনের কেউই আদালতে হাজির হননি। তাই এ বার জামিন অযোগ্য ধারায় মামলা জারি হলো।
আরও পড়ুন:– নিষিদ্ধ ঘোষণা ! রাজ্যে 17টা ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্যভবন, দেখে নিন তালিকা