Bangla News Dunia, Pallab : মূল্যবৃদ্ধির বাজারে একটা ভালো চাকরি খুঁজে পাওয়া দিন দিন মুশকিল হয়ে চলেছে। তবে এবার চাকরিপ্রার্থীদের জন্য এল সুখবর। সম্প্রতি প্রচুর শূন্যপদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশন। যেখানে উচমাধ্যমিক পাশ হলেই রাজ্যের যে কোনো জায়গার ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন
আরও পড়ুন : ১৩,৭৬২ শূন্যপদে রুরাল ডেভেলপমেন্টে চাকরি ! ২২,৭৫০ টাকা থেকে বেতন শুরু
পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশনের নিয়োগের বিজ্ঞপ্তি জারি
সম্প্রতি একাধিক পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে। যেখানে উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করা যেতে পারে। তাই যারা সরকরি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন তারা আবেদন করতেই পারেন। কোন পদে কি যোগ্যতা প্রয়োজন আর কি ভাবে আবেদন করতে হবে? সমস্ত খুঁটিনাটি তথ্য রইল আজকের প্রতিবেদনে।
শূন্যপদের বিবরণ
নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৯২টি পদের জন্য নিয়োগ করা হবে। এর মধ্যে জুনিয়ার অফিস অ্যাসিস্টেন্ট, ক্লার্ক কাম ক্যাশিয়ার, প্রুফ রিডার, অ্যাসিটেন্ট, সেলসম্যান পদ রয়েছে। আপনি যদি বিস্তারিত শূন্যপদের বিবরণ দেখতে চান সেক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে।
আরো পড়ুন : দ্বাদশ পাসেই রেলে চাকরি ! ১১,২০০-র বেশি পোস্টে TC নিয়োগের বিজ্ঞপ্তি জারি
বেতন
বিজ্ঞপ্তি অনুযায়ী পদ অনুযায়ী আলাদা আলাদা বেতন হবে। নূন্যতম অ্যাকাউন্টেন্ট পদের জন্য ১৭,২৯২ টাকা বেতন হবে, আর সর্বোচ্চ ক্লার্ক-কাম ক্যাশিয়ার পদের জন্য ৩৬,৯১৪ টাকা বেতন দেওয়া হবে। একাহার অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্টেন্ট পদ্র জন্য ৩৪,৬০২ টাকা ও অফিস অ্যাসিস্টেন্ট পদের জন্য ২৯,২৮৬ টাকা বেতন দেওয়া হবে। বিস্তারিত বেতনের সম্পর্কে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
যে সমস্ত শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করা যেতে পারে। তবে বাকি পদগুলির কেটে স্নাতক, জার্নালিজম ও মাস কমিউনিকেশনে স্নাতক সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এক্ষেত্রে আপনি যে পদের জন্য আবেদন করতে চান সেই পদের বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে পেয়ে যাবেন।
বয়সসীমা
আপনি যদি এই শূন্যপদগুলির জন্য আবেদন করতে চান তাহলে নূন্যতম ১৮ বছর ও সর্বোচ্চ বয়স ৪০ এর মধ্যে হতে হবে। বয়সের এই সীমা সাধারণ প্রার্থীদের জন্য। SC, ST, OBC ও EWS প্রার্থীরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
নিয়োগের পদ্ধতি
বিজ্ঞপ্তি অনুযায়ী যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদের প্রথমে একটি কম্পিউটার বেসড পরীক্ষা নেয়াও অহবে। সেখানে পাশ করলে ডেস্ক্রিপটিভ রিটেন টেস্ট ও কম্পিউটারের দক্ষতার পরীক্ষা নেওয়া হবে। এই দুই পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। তারপর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করে প্রার্থী নিয়োগ করা হবে।
অনলাইনে আবেদনের পদ্ধতি
আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে অনলাইনের মাধ্যমেই করতে হবে। কিভাবে করবেন তার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ নিচে দেওয়া হলঃ
- প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখানে নিয়োগের বিজ্ঞপ্তির উপরেই রেজিস্ট্রেশনের লিংক দেখা যাবে।
- রেজিস্ট্রেশনের লিংকে ক্লিক করার পর সেখানে নাম, ফোন নাম্বার ও ইমেল আইডি দিয়ে রেজিস্টার করুন। তারপর লগ ইন করে নিন।
- লগ ইন করার পর অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে। সেটাকে সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।
- ডকুমেন্টস আপলোড করা হয়ে গেলে সবটা শুরু থেকে একবার চেকিং করে সাবমিট করতে হবে।
- সাবমিট করার পর আবেদনের ফি জমা দিলেই আবেদন সম্পন্ন হবে। এরপর পেমেন্ট স্লোপ ও আবেদনের ফর্মটি ডাউনলোড ও প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- আধার কার্ড
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- জাতিগত শংসাপত্র
- কাজের অভিজ্ঞতার শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
- কালার পাসপোর্ট ছবি
আবেদনের ফি : আপনি যদি পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশনের শূন্যপদের জন্য আবেদন করতে চান তাহলে জেনারেল, EWS,OBC প্রার্থীদের ৬৫০ টাকা ফি দিতে হবে। এছাড়া SC ও ST প্রার্থীদের ২৫০ টাকা ফি জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১লা মার্চ ২০২৫
আরও পড়ুন:- BHEL সংস্থায় নতুন করে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন