Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ১২ ঘন্টা ধর্মঘটের ডাক দিল বামেরা ! গতকাল রাজ্যের ১০টি বাম ছাত্র ও যুব সংগঠনের ডাকে নবান্ন অভিযানের আয়োজন করা হয়েছিল। সেই অভিযানকে কেন্দ্র করে কলকাতা রীতি মতো উত্তপ্ত হয়ে উঠলো। ছাত্র সংগঠন ও পুলিশের মধ্যে রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায়। এমনকি পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে। এমনকি ছাত্র সংগঠনের সদস্যরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় কিন্তু পুলিশ বাধা দেয়।
প্রসঙ্গত বামেদের নবান্ন অভিযান পন্ড করার জন্য ডোরিনা ক্রসিংয়েই সেই অভিযান থামিয়ে দেয় পুলিশ বাহিনী। পুলিশের ব্যারিকেড ভেঙে ছাত্র সংগঠনের সদস্যরা এগোনোর চেষ্টা করেন তাদের থামাবার জন্য জলকামান ও কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। এরপরই পুলিশ দেদার লাঠিচার্জ করতে শুরু করে। পুলিশের লাঠির আঘাতে বাম ছাত্র যুব সংগঠনের বহু সদস্যের মাথা ফেটে যায় ও তারা জখম হয়। প্রায় ৫০ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আরো পড়ুন :- হলদিয়ার সভায় মোদির ভাষণ ! মন ছুঁয়ে গেলো জনতার
আর এই ঘটনার তীব্র প্রতিবাদ করে আজ রাজ্য জুড়ে ১২ ঘন্টার বনধ ডাকা হয়েছে। আজ শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধর্মঘট ডেকেছে বামফ্রন্ট ও সহযোগী দল গুলি। ধর্মতলা থেকে মৌলালি পর্যন্ত এই দিন পুলিশ ও বাম ছাত্র যুব সংগঠনের মধ্যে ব্যাপক হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। এই দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতি উত্তাল হচ্ছে। আগামীকালও ১২ ঘন্টার বনধের জেরে রাজ্য অচল হতে পারে।
Highlights
1. ১২ ঘন্টা ধর্মঘটের ডাক দিল বামেরা !
2. বনধের জেরে রাজ্য অচল হতে পারে
#ধর্মঘট #Bengal