দ্বাদশ পাসেই রেলে চাকরি ! ১১,২০০-র বেশি পোস্টে TC নিয়োগের বিজ্ঞপ্তি জারি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : চাকরিপ্রার্থীদের জন্য এক দারুণ সুখবর। এবার চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সম্প্রতি ভারতীয় রেলওয়ে বোর্ডের তরফ থেকে এক অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। যেখানে প্রায় অসংখ্য শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চলছে।

RRB Recruitment 2025 Notification: চাকরির বিবরণ

সম্প্রতি RRB নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে কোন পদে কত জনকে নিয়োগ করা হচ্ছে, স্যালারি কত, পদের নাম কী, সমস্ত তথ্য বিস্তারিত ভাবে আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করা হল।

অফিসিয়াল ওয়েবসাইট

এই বিজ্ঞপ্তিটি যেই ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে সেটি হল indianrailways.gov.in

পদের নাম

RRB বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড-এর তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে সেই সূত্রে জানা গিয়েছে রেলওয়ে টিকিট কালেক্টর পদের জন্য নিয়োগ করছে।

আরও পড়ুন : ১৩,৭৬২ শূন্যপদে রুরাল ডেভেলপমেন্টে চাকরি ! ২২,৭৫০ টাকা থেকে বেতন শুরু

শূন্যপদের সংখ্যা

সম্প্রতি RRB এর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে ২০২৫ সালের টিকিট কালেক্টর পদে মোট ১১২৫০ জন যোগ্য ব্যক্তিকে নিয়োগ করা হবে।

বেতন

RRB বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে উল্লিখিত পদে কোনো প্রার্থী যদি নির্বাচিত হয় তাহলে তাঁর প্রতি মাসে বেতন হিসেবে মিলবে ২১,৭০০ টাকা থেকে শুরু করে ৮১০০০ টাকার মধ্যে। তা সম্পূর্ণ কাজের ওপর নির্ভর করছে। পাশাপাশি DA, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা সুবিধা এবং সরকারি নিয়ম অনুসারে অন্যান্য ভাতা দেওয়ার সুবিধাও রয়েছে।

RRB TC Recruitment 2025 Criteria: RRB এ উল্লেখিত পদগুলির যোগ্যতা

RRB বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর উল্লেখিত পদে আবেদনের জন্য বেশ কিছু যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে, নীচে সেই যোগ্যতা নিয়ে বিস্তারিত উল্লেখ করা হল।

শিক্ষাগত যোগ্যতা

উল্লেখিত পদে আবেদনের জন্য আবেদনকারীদের যেকোনো স্বীকৃত বোর্ড বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি বা তার সমতুল্য স্নাতক ডিগ্রি পাস হতে হবে।

বয়সসীমা

টিকিট কালেক্টর পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের বয়স অবশ্যই ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের সেক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে। OBC শ্রেণীর প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৮ বছর পর্যন্ত হতে হবে। অন্যদিকে SC/ST শ্রেণীর প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত হতে হবে।

Selection Process for RRB Recruitment 2025: RRB উল্লেখিত পদের নিয়োগ পদ্ধতি

ভারতীয় রেলওয়ের নির্বাচন পদ্ধতি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, মনস্তাত্ত্বিক পরীক্ষা, শারীরিক দক্ষতা পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, ডকুমেন্ট যাচাই এবং ব্যক্তিগত সাক্ষাৎকার এর মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় সাধারণ জ্ঞান যেমন বর্তমান বিষয়, ভারতীয় রেলপথ এবং ভূগোল সম্পর্কে প্রাথমিক জ্ঞান, গণিত, বিশ্লেষণাত্মক এবং সমস্যা সমাধানের দক্ষতা এবং ইংরেজি ভাষার ওপর পরীক্ষা নেওয়া হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড-এর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য যে সকল প্রয়োজনীয় নথি গুলি লাগবে সেগুলি হল দশম ও দ্বাদশ শ্রেণীর মার্কশিট, স্নাতক সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, স্ক্যান করা স্বাক্ষর
আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড, ইত্যাদি

Application Process for RRB Recruitment 2025: RRB এ উল্লেখিত পদের জন্য আবেদনের পদ্ধতি

আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা টিকিট কালেক্টরের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইন মোডের মাধ্যমে। তার জন্য প্রথমে সার্চ ইঞ্জিনে indianrailways.gov.in এর ওয়েবসাইটে লগ ইন করে নিন। এরপর নিয়োগ অপশনে গিয়ে রেল বোর্ডের থেকে দেওয়া অফিসিয়াল সাইট থেকে ফর্মটি সম্পূর্ণরূপে পূরণ করে নিতে হবে। এবং যে যে তথ্য চাওয়া হবে সমস্ত সুন্দর করে পূরণ করে নিতে হবে। এরপর স্ক্যান করা ছবি এবং আবেদনকারীর সই আপলোড করতে হবে। সবটা ভালো করে যাচাই করে SUBMIT অপশনে ক্লিক করে নিতে হবে। শেষে ভারতীয় রেলওয়ে টিকিট কালেক্টরের আবেদনপত্রের প্রিন্ট আউট বের করে নিতে হবে।

আবেদনের জন্য ফি

বিজ্ঞপ্তি মারফৎ জানা গিয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য নির্দিষ্ট পরিমাণে আবেদন ফি দিতে হবে। জেনারেল এবং OBC শ্রেণীর প্রার্থীদের আবেদনের জন্য ৫০০ টাকা জমা দিতে হবে। অন্যদিকে SC/ ST অথবা প্রাক্তন সৈনিক/প্রতিবন্ধী/মহিলা/সংখ্যালঘু/অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য ২৫০ টাকা ধার্য করা হয়েছে।

আবেদন করার সময়সূচি

RRB বা রেলওয়ে রিক্রুটমেন্ট পদে উল্লিখিত পদের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গত ১০ জানুয়ারি থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গিয়েছে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে।

আরও পড়ুন:- BHEL সংস্থায় নতুন করে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন