Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জাতীয় গেমসে লন বলে বাংলা তার পদক সংখ্যা আরও চারটে বাড়িয়ে নিল। তবে রবিবার উত্তরাখণ্ডে গেমসের ১১ তম দিনে বাংলার ঘরে কোনও সোনা আসেনি। এসেছে দুটো রুপো আর দুটো ব্রোঞ্জ। লন বলে ছেলেদের ফোরসের ফাইনালে বাংলা ১০–১৮ হার মানে ঝাড়খণ্ডের কাছে। ফলে আসে রুপো।
বাংলার এই পদকের পিছনে রয়েছেন আগ্নেশ ভার্মা, সমিত মালহোত্রা, হর্ষবর্ধন শর্মা ও অক্ষত মুসাদ্দি। রুপোই এলো মেয়েদের ট্রিপলে। ফাইনালে বাংলার মেয়ে মণীষা শ্রীবাস্তব, রেণু মোহতা ও কিঞ্জল শাহ ১৪–১৮ হারেন বিহারের কাছে। ব্রোঞ্জ এসেছে মেয়েদের জুটি, রিমা পাওয়া ও বীণা সাউয়ের জন্য। ছেলেদের সিঙ্গলসে ব্রোঞ্জ পান সৌমেন বন্দ্যোপাধ্যায়।
টেনিসে মেয়েদের সিঙ্গলসে যুবরানি বন্দ্যোপাধ্যায় হেরে গেলেও মিক্সড ডাবলসে নীতিন সিনহাকে নিয়ে কোয়ার্টার ফাইনালে গুজরাটকে হারিয়েছেন। সেমিফাইনালে ওঠায় এই জুটির ব্রোঞ্জ জয় নিশ্চিত হয়েছে।
এ দিন ছেলেদের ১০০ মিটারে সোনা জিতে গেমসে দ্রুততম অ্যাথলিটের তকমা পেলেন ওডিশার অনিমেষ কুজুর। তিনি ১০.২৮ সেকেন্ড সময় নেন। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন প্রণব গৌরব ও অম্লান বরগোঁহাই। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার ২১ বছরের অনিমেষ এখন ভারতের অ্যাথলেটিক্সে নামী মুখ। সোনা জিতে তিনি তাঁর আদর্শ উসেইন বোল্টের ধাঁচে তিরন্দাজের স্টাইলে সেলিব্রেশন করেন।