Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মদ নৈব নৈব চ। চলবে না আমিষ খাবার। জম্মু-কাশ্মীরের বৈষ্ণদেবী মন্দির দর্শনে গেলে এই নির্দেশিকা মেনে চলতে হবে পুণ্যার্থীদের। কাটরাতে পুণ্যার্থীদের জন্য তৈরি বেস ক্যাম্প এলাকায় সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে মদ এবং আমিষ খাবার। আগামী দু’মাস বহাল থাকবে এই নির্দেশিকা।
কাটরার বেস ক্যাম্প এলাকা থেকে ত্রিকূট পাহাড়ের গুহা পর্যন্ত ১২ কিলোমিটার দীর্ঘ পথে কোনও মদের দোকান খোলা রাখা যাবে না বলে নির্দেশিকা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। থাকবে না কোনও আমিষ খাবারের দোকানও।
কাটরার মহকুমা শাসক পীযূষ ধোত্র জানিয়েছেন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা অনুযায়ী, ধর্মীয় স্থানে মদ কেনাবেচা এবং আমিষ খাবারের দোকান বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হয়েছে।
কাটরা বেস ক্যাম্পের দু’কিলোমিটার এলাকা পর্যন্ত সমস্ত গ্রামেও মদ ও আমিষ খাবার কেনাবেচা নিষিদ্ধ করা হয়েছে। ওরলি, হংসালি এবং মার্শাল গ্রামগুলি কাটরা-টিকরি রোডের ২০০ মিটারের মধ্যেই রয়েছে। এ ছাড়াও কাটরা-জম্মু রোডের ২০০ কিলোমিটারের মধ্যে কুন্দ্রোরিয়ান, কোটলি বাজাল্লিয়ান, নোমেন এবং মোঘল গ্রামেও বন্ধ করে দেওয়া হয়েছে মদ ও আমিষ খাবারের দোকানগুলি।
জম্মু-কাশ্মীরের অন্যতম তীর্থক্ষেত্রে বৈষ্ণোদেবী মাতার মন্দির। এই মন্দির জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার কাটরা থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত। প্রতি বছর বিশেষত নতুন বছরের শুরুতে মাতা বৈষ্ণোদেবী দর্শনের জন্য ছুটে আসে লাখ লাখ ভক্ত। অতি সম্প্রতি বৈষ্ণোদেবী কাটরা- নয়াদিল্লি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রেনটি কাটরা থেকে সকালে ছেড়ে দিল্লি পৌঁছয় সন্ধ্যায়। নতুন বন্দে ভারত ট্রেনটি করে রাতেই বৈষ্ণো দেবীর উদ্দেশে যাত্রা করেন ভক্তরা।
আরও পড়ুন:- সুখবর ! 1 এপ্রিল থেকে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে দ্বিগুণ স্যালারি! বিরাট ঘোষণা করল সরকার
আরও পড়ুন:- ভয়ঙ্কর ঘটনা কঙ্গোতে, জেল ভেঙে শতাধিক মহিলাকে ধর্ষণ, কেন ঘটলো এমন ঘটনা ?