Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজস্থানের কোটায় রেলে বড়সড় নিয়োগ দুর্নীতির খবর ফাঁস। স্ত্রীর বিরুদ্ধে ১৫ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরিতে ঢোকার খবর সামনে এনে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারস্থ স্বামী। বড় চক্রের সন্ধানে তদন্তভার নিল সিবিআই। মণীশ মিনা নামে এক যুবক ২০২২ সালের জানুয়ারি মাসে আশা মীনাকে বিয়ে করেন। মণীশের ইচ্ছা ছিল, স্ত্রী সরকারি চাকরি করুক। সে কারণে আশার এক আত্মীয় রাজেন্দ্রর সঙ্গে যোগাযোগ করেন মণীশ।
রাজেন্দ্র নিজেকে রেলের গার্ড হিসাবে পরিচয় দেন। জানান, ১৫ লক্ষ টাকা খরচ করলে চাকরি পাকা। মণীশ নিজের জমি বন্ধক রেখে টাকা জোগাড়ও করেন। কিন্তু আশা লেখাপড়ায় একেবারেই ভালো নন। কী ভাবে চাকরি পাবেন? ব্যবস্থা করা হয় ডামি ক্যান্ডিডেটের। মণীশের দাবি, এক এজেন্ট তাঁকে এই ডামি ক্যান্ডিডেটের সঙ্গে পরিচয় করিয়ে দেন। রেলে চাকরিও পান আশা।
কিন্তু যে স্বামী এত কাঠখড় পুড়িয়ে স্ত্রীকে রেলে চাকরি পাইয়ে দিলেন, পাঁচ মাস যেতে না যেতেই সেই স্বামীকে ছেড়ে চলে যান আশা। জানিয়ে দেন, ‘বেকার’ ছেলের সঙ্গে তিনি সংসার করবেন না। এই আঘাত মেনে নিতে পারেননি মণীশ। এর পরই ঠিক করেন কী ভাবে রেলে চাকরি হয়েছে, সে পর্দা ফাঁস করবেন। কানে টান পড়তেই সামনে চলে আসে মাথা।
ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে (WCR) ডিপার্টমেন্টে অভিযোগ জানান মণীশ। শুরু হয় তদন্ত। তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। মণীশের স্ত্রী আশা মীনা, যিনি রেলের ‘পয়েন্টসওম্যান’ পদে চাকরি পান এবং লক্ষ্মী মীনা নামে এক জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।
জানা যায়, একা আশাই নন, এ ভাবে আরও অনেকেই এ ভাবে ডামি ক্যান্ডিডেট কাজে লাগিয়ে চাকরি পেয়েছেন। মণীশ জানান, তাঁর স্ত্রী ও রাজেন্দ্রকে রেল বরখাস্ত করেছে। মণীশের বক্তব্য, ‘আমার স্ত্রী ও রাজেন্দ্রর বিরুদ্ধে ব্যবস্থা তো নিয়েছে। কিন্তু জবলপুরে রেলের যে পদস্থরা এই চক্র চালান, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা তো নিতে দেখলাম না।’
আরও পড়ুন:- সুখবর ! 1 এপ্রিল থেকে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে দ্বিগুণ স্যালারি! বিরাট ঘোষণা করল সরকার
আরও পড়ুন:- ভয়ঙ্কর ঘটনা কঙ্গোতে, জেল ভেঙে শতাধিক মহিলাকে ধর্ষণ, কেন ঘটলো এমন ঘটনা ?