Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মানুষের প্রয়োজনে লোন নিতে হয়। এই পার্সোনাল লোনের জন্য কম ইএমআই (Personal loan lowest Emi Rate) কোন ব্যাংক দিচ্ছে তা নিয়ে মনে প্রশ্ন থাকে অনেকেরই। কিন্তু লোন নেওয়ার আগে এই সকল বিষয়গুলি আপনাকে ভাল করে জেনে নিতে হবে। তাহলে লোন নেওয়ার ক্ষেত্রে আখেরে উপকৃত হবেন আপনিই। তাই আর দেরি না করে সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নিন।
Personal loan lowest Emi Rate Bank List
একজন মানুষ তাঁর প্রয়োজনে লোন নিয়ে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাংক কিংবা পোস্ট অফিস থেকে লোন নেওয়া হয়। তবে লোন নেওয়ার আগে বেশ কিছু নিয়ম কানুন মানা জরুরী। ফিল আপ করতে হয় বিভিন্ন নথিপত্র। তবেই মেলে লোন। আবার, লোন নেওয়ার পর যে বিষয়টি একজন ঋণ গ্রহণকারীকে অবশ্য ভাবায় তা হল, লোনের ইএমআই।
যেখানে ইএমআই কম, গ্রাহক চান সেখান থেকেই লোন নিতে। তাই লোন নেওয়ার আগে সবাই ব্যাংকের তালিকায় নজর রাখেন। আপনিও যদি ঋণ গ্রহণের চিন্তা ভাবনা করেন, তাহলে আজকের প্রতিবেদন অবশ্যই পড়ে নিতে হবে। কারণ আপনার সুবিধার্থে প্রয়োজনীয় তথ্য এই প্রতিবেদনে উল্লেখ করা হল। দেখে নিন কোন কোন ব্যাংক কম সুদে পার্সোনাল লোন দিচ্ছে।
আরও পড়ুন:- দমদমের কেন্দ্রীয় বিদ্যালয়ে দশম, দ্বাদশ পাশে কর্মী নিয়োগ চলছে! চাকরি হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে
পার্সোনাল লোনের EMI কোন ব্যাংকে, কিরকম?
১) ইউনিয়ন ব্যাঙ্ক
প্রথমেই বলা যাক ইউনিয়ন ব্যাংকের কথা। এই ব্যাংকে পার্সোনাল লোনে সুদের হার দেওয়া হচ্ছে ৯.৩০ শতাংশ থেকে ১৩.৪ শতাংশ। এর ফলে যা হবে, ঋণ গ্রহণকারীর মাসিক ইএমআই পড়বে ২০৯০ থেকে ২২৯৬ টাকা। এই ব্যাংক থেকে ঋণ গ্রহণের ক্ষেত্রে প্রসেসিং ফি হবে ১ শতাংশ পর্যন্ত।
২) ফেডারেল ব্যাঙ্ক
দ্বিতীয় বলা হচ্ছে ফেডারেল ব্যাংকের কথা। এই ব্যাংকে পার্সোনাল লোনের ক্ষেত্রে সুদের হার হল ১০.৪৯ শতাংশ থেকে ১৭.৪৯ শতাংশ। এখান থেকে লোন নিলে একজন লোন গ্রহণকারীর মাসিক ইএমআই পড়বে ২১৪৯ থেকে ২৫১২ টাকা পর্যন্ত। প্রোসেসিং ফি হবে ৩ শতাংশ পর্যন্ত।
২) HDFC ব্যাঙ্ক
যদি কোনো ব্যক্তি HDFC ব্যাংক থেকে পার্সোনাল লোন নিয়ে থাকেন, তাহলে সেই ঋণে সুদের হার হবে ১০.৮৫ শতাংশ থেকে ২৪ শতাংশ। এখানে লোন নিলে একজন ঋণ গ্রহণকারীর মাসিক ইএমআই হবে ২১৬৭ থেকে ২৮৭৭ টাকা পর্যন্ত। HDFC ব্যাংকে ঋণের ক্ষেত্রে প্রোসেসিং ফি হবে ৬৫০০ টাকা পর্যন্ত।
৩) ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র
এই ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে হলে সেক্ষেত্রে সুদের হার হয় ১০ শতাংশ থেকে ১২.৮ শতাংশ। এখানে একজন ঋণ গ্রহণকারীর মাসিক ইএমআই পড়বে ২১২৫ থেকে ২২৬৫ টাকা পর্যন্ত। এই ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রোসেসিং ফি হবে ১ শতাংশ প্লাস জিএসটি।
৪) ICICI ব্যাঙ্ক
ICICI ব্যাংক থেকে পার্সোনাল লোন গ্রহণের ক্ষেত্রে সুদের হার দেওয়া হচ্ছে ১০.৮৫ শতাংশ থেকে ১৬.২৫ শতাংশ। ঋণ গ্রহণকারীর মাসিক ইএমআই পড়বে ২১৬৭ থেকে ২৪৪৫ টাকা পর্যন্ত। আর প্রসেসিং ফি হবে ২ শতাংশ প্লাস ট্যাক্স।
৫) ইন্ডিয়ান ব্যাঙ্ক
এই ব্যাংক থেকে পার্সোনাল লোন নেওয়ার ক্ষেত্রে একজন ব্যক্তির সুদের হার পড়বে ১০ শতাংশ থেকে ১১.৪ শতাংশ। ঋণ গ্রহণকারীর মাসিক ইএমআই পড়বে ২১২৫ থেকে ২১৯৪ টাকা পর্যন্ত। প্রসেসিং ফি হবে ১ শতাংশ। যদিও একজন সরকারি কর্মীকে এখানে কোনও প্রসেসিং ফি দিতে হবে না।
৬) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
এই ব্যাংকে পার্সোনাল লোনে সুদের হার রাখা হয়েছে ১০.৮৫ শতাংশ থেকে ১৪.৮৫ শতাংশ। ঋণ গ্রহণকারীর মাসিক ইএমআই পড়বে ২১৬৭ থেকে ২৩৭১ টাকা। ঋণের ক্ষেত্রে প্রসেসিং ফি সর্বনিম্ন ১ হাজার টাকা। আর সর্বোচ্চ ১০ হাজার টাকা। তবে এখানে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্যে কোনো প্রসেসিং ফি নেওয়া হবে না।
আরও পড়ুন:- সামনের সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন আয়কর বিল, কী রয়েছে এতে?
আরও পড়ুন:- মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করলেন, কেন হঠাৎ এই পদক্ষেপ?