Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গের যে সকল ছেলে মেয়েরা মাস্টার ডিগ্রি অর্জন করে বেকার হয়ে পড়ে আছেন, তাদের জন্য রইল একটি বিশাল চাকরির সুযোগ। শ্যামা প্রসাদ মুখার্জী বন্দর এর তরফ থেকে কমান্ডার পদে কর্মী নিয়োগ করার জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে প্রার্থীদের আগামী ০৫ ই মার্চ ২০২৫ এর মধ্যে আবেদন পত্র জমা করার অনুরোধ করছে। তাই বেশি দেরি না করে চটজলদি জেনে নিন নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য।
Syama Prasad Mookerjee Port Recruitment 2025: বিবরণ
পদের নাম: কমান্ডার (পাইলট জাহাজ) , কমান্ডার (D&D)
শূন্যপদের সংখ্যা:
- কমান্ডার (পাইলট জাহাজ) – ০২ টি
- কমান্ডার (D&D) – ০৭ টি
মাসিক বেতন: এই পদে গুলিতে যে সকল প্রার্থীরা চাকরির জন্য নির্বাচিত হবে তাদের মাসিক ৯০,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ২,৪০,০০০/- টাকা
আরও পড়ুন:- দমদমের কেন্দ্রীয় বিদ্যালয়ে দশম, দ্বাদশ পাশে কর্মী নিয়োগ চলছে! চাকরি হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে
কারা কারা আবেদন করতে পারবেন
শিক্ষাগত যোগ্যতা: যে সকল প্রার্থীরা এই পদ গুলিতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে।
বয়স সীমা:
- কমান্ডার (পাইলট জাহাজ) – সর্বাধিক ৪২ বছর
- কমান্ডার (D&D) – ৪৩ বছর
আবেদন প্রক্রিয়া
শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর রিক্রুটমেন্ট ২০২৫-এর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইন। তাই সেই আবেদন প্রক্রিয়া নিচে ধাপে ধাপে দেওয়া হলো
আবেদন ফর্ম ডাউনলোড: প্রথমে এই প্রতিবেদনের নিচে দেওয়া ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করুন।
প্রিন্ট করুন: এরপর একটি দোকানে গিয়ে A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করুন।
ফর্ম পূরণ: তারপর নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন এবং জরুরী দস্তাবেজ গুলি জেরক্স করে সংযুক্ত করুন।
জমা দিন: এরপর সর্বশেষে পূরণ করা আবেদন ফর্মটি একটি খামে ভর্তি করে নিচে দেওয়া ঠিকানায় জমা করুন।
আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।
আবেদন পত্র জমা করার ঠিকানা:
শ্যামা প্রসাদ মুখার্জী বন্দর কলকাতা, ১৫ স্ট্যান্ড রোড, কলকাতা – ৭০০০১
আবেদনের তারিখ:
- আবেদন পত্র জমা নেওয়া শুরু – ০৫/০২/২০২৫
- আবেদন পত্র জমা নেওয়া শেষ – ০৫/০৩/২০২৫
নির্বাচন প্রক্রিয়া
শ্যামা প্রসাদ মুখার্জী বন্দর নিয়োগ ২০২৫ এর এই কমান্ডার পদে আবেদনকারী প্রার্থীরা যৌগ্য কিনা তা যাচাই করা হবে ইন্টারভিউর মাধ্যমে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | smportkolkata.shipping.gov.in |
আরও পড়ুন:- সামনের সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন আয়কর বিল, কী রয়েছে এতে?
আরও পড়ুন:- মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করলেন, কেন হঠাৎ এই পদক্ষেপ?