দিল্লির জয় থেকে আত্মবিশ্বাস খুঁজছে বঙ্গ-বিজেপি, বিজেপি নেতার কি বলছেন ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- 27 বছর পর দিল্লি বিধানসভায় সরকার গড়তে চলেছে বিজেপি ৷ গেরুয়া ঝড়ে ধরাশায়ী বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’র অন্যতম শরিক আম আদমি পার্টি (আপ) ৷ বিজেপির হাতে আপের অরবিন্দ কেজরিওয়ালকে এভাবে নাস্তানাবুদ হতে দেখে উচ্ছ্বসিত সারা দেশের গেরুয়া শিবির ৷

তবে সেই উচ্ছ্বাসের মাত্রা পশ্চিমবঙ্গে যেন একটু বেশি ৷ কেজরিওয়ালের মতো ‘ইন্ডিয়া’র আরেক শরিক তৃণমূল কংগ্রেসও 2026-এর বিধানসভা নির্বাচনে পর্যুদস্ত হবে বলেই মনে করছেন বঙ্গ বিজেপির নেতারা ৷ যদিও বিজেপির বঙ্গীয় নেতাদের এই আশা পূরণ হবে না বলেই মত মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতৃত্বের ৷ তাদের দাবি, পরের বছর বিধানসভা ভোটে জিতে মমতাই চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন ৷

Delhi Elections 2025

বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সামিল জয়ের আনন্দে

 

একনজরে দেখে নেওয়া যাক, কোন নেতা কী বলেছেন –

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী: শনিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদল বিধানসভা এলাকার দেউলপতাতে বিজেপির জনসংযোগ কর্মসূচি ছিল । সেখানে শুভেন্দু অধিকারী জানান, এই জয় অত্যন্ত আনন্দের৷ দিল্লি তো মিনি ইন্ডিয়া ৷ সারা ভারতের লোক থাকে ৷ কয়েক লক্ষ বাঙালি ভোটার আছে ৷ সবাই মিলে তৃণমূলের মতো এই দুর্নীতিগ্রস্ত দল আপ হেরেছে ৷ তৃণমূল ভোটে সমর্থন করেছে আপকে ৷ তাই এই হার শুধু আপের হার নয় ৷ সব দুর্নীতিগ্রস্তদের হার৷ বিজেপির এই জয়ের কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এর পর তিনি বলেন, ‘‘আমাদের একমাত্র লক্ষ্য আপ গিয়েছে, এবারে মমতা পাপকে বিদায় করা ৷’’

Delhi Elections 2025

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

 

বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল: দিল্লিতে বিজেপির জেতার খবর আসতেই আসানসোল শিল্পশহরে বিজেপির রাজ্যনেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে অকাল হোলি অনুষ্ঠিত হয় । আবির খেলা, পথচারীদের মিষ্টিমুখ, বাজি পোড়ানো সবে মিলে বিরাট বিজয়োল্লাসে মেতে উঠলেন অগ্নিমিত্রা পাল ও বিজেপির কর্মী সমর্থকরা ।

 

অগ্নিমিত্রা পাল বলেন, “25 বছর পর দিল্লিতে সুশাসনের সরকার এল । মানুষের সরকার এল । এ রাজ্যের মুখ্যমন্ত্রীর মতোই দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সততার প্রতীকের ছবি হয়ে উঠেছিলেন ৷ কিন্তু তাঁর দুর্নীতি, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি না রাখা, সব কিছুর শেষে জনতা-জনার্দন শেষ কথা বলল ।” কংগ্রেস প্রসঙ্গে বলতে গিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, “যে কংগ্রেস এত বড় বড় কথা বলে, তারা আজ শূন্য । কংগ্রেস শেষ । ভারতবর্ষ থেকে কংগ্রেস মুছে গেল ।”

Delhi Elections 2025

দিল্লি জয়ে মিষ্টি মুখ করাচ্ছেন অগ্নিমিত্রা পাল

 

তবে দিল্লির ফলাফলকে টেনে নিয়ে এসে রাজ্যকেও এক হাত নেন অগ্নিমিত্রা পাল । তিনি বলেন, “দিল্লির মানুষ আজ দেখিয়ে দিয়েছে তাদের শিরদাঁড়া কতটা । আমাদের রাজ্যের মানুষকেও দেখাতে হবে । এক হাতে হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার দেবে আর অন্য হাতে বিষাক্ত স্যালাইন ঢোকাবে । এটা বাংলার মানুষ মেনে নেবে না । 2026 সালে বাংলাতেও বিজেপি সরকার করবে ।’’

বিজেপি নেতা রাহুল সিনহা: শনিবার শিলিগুড়িতে রাহুল সিনহা বলেন, “এটা একটা ঐতিহাসিক জয় । দিল্লির আপ পার্টি বা কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া-সহ তাঁদের দলের যে দুর্নীতি, সেটা মানুষের সামনে চলে এসেছে । এদের মুখোশটা খুলে গিয়েছে । একটা ট্রেন্ড চলছিল যে দশ টাকা ঘুষ দাও আর পিছন দিয়ে দশ হাজার টাকা বের করে নাও । আমি মনে করি দিল্লির যে ফলাফল এটা একটা ট্রেলার মাত্র৷ আগামিদিন পুরো ছবিটা পশ্চিমবাংলায় হবে ।’’

Delhi Elections 2025

বিজেপি নেতা রাহুল সিনহা

 

তিনি আরও বলেন, ‘‘এরাজ্যেও একটা ভান্ডার দিয়ে গোটা ভান্ডার লুঠ করে নেওয়া হচ্ছে । মোদিজী যে চাল পাঠাচ্ছে, সেই চাল বাদ যাচ্ছে না । মানুষের ত্রাণের টাকা সেটাও চুরি যাচ্ছে । একশো দিনের কাজ চুরি । মিড ডে মিলের টাকাও চুরি । তো দিল্লিতে যে চুরি চলছিল, একই চুরি বাংলায় চলছে । তাই দিল্লির এই নির্বাচনের ফল একটা ট্রেলার, আগামীতে গোটা সিনেমা বাংলায় হবে ।”

ড. ইন্দ্রনীল খান, রাজ্য সভাপতি, বিজেপি যুব মোর্চা: এদিন দিল্লিতে বাঙালি সমাজের সঙ্গে দিল্লি বিধানসভা নির্বাচনের জয় উদযাপনে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অন্যদিকে কলকাতায় মুরলীধর সেন লেনে যুব মোর্চার সভাপতি ড. ইন্দ্রনীল খানের উপস্থিতিতে বিজেপির বিজয়োৎসব পালন করা হয়।

 

এরপর ইন্দ্রনীল বলেন, ‘‘এটি একটি ঐতিহাসিক জয়। এই জয় দুর্নীতির বিরুদ্ধে জয়। মানুষকে যে কোটি কোটি টাকার মদ খাইয়ে আম আদমি পার্টি দুর্নীতি করেছে, তার বিরুদ্ধে এই জয় । আপ মুক্ত হয়েছে দিল্লি । আজ দিল্লির মানুষ আপের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করেছে । দিল্লিতে ডবল ইঞ্জিন সরকার গঠিত হল । খুব দ্রুত অর্থাৎ 2026-এ যে বিধানসভা নির্বাচন রয়েছে, তাতে বঙ্গকেও যারা দুর্নীতির খাদে ফেলে দিয়েছে সেই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করবে । যে তৃণমূল কংগ্রেস যুব সমাজের চাকরি চুরি করেছে, সেই পাপকে বিদায় দেবে মানুষ ।’’

Delhi Elections 2025

দিল্লি জয়ে বঙ্গ বিজেপিতে উৎসব

 

কুণাল ঘোষ, রাজ্য সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেস: বিজেপি যতই দিল্লির ভোটের ফলকে পুঁজি করে বাংলাতেও পরিবর্তনের স্বপ্ন দেখুক না কেন, কুণাল ঘোষ অবশ্য সেই সম্ভাবনাই উড়িয়ে দিয়েছেন ৷ তাঁর কথায়, দিল্লি বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে কোনও প্রভাব ফেলবে না ৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল 2026 সালে 250টিরও বেশি আসন পাবে ।

Delhi Elections 2025

তৃণমূল নেতা কুণাল ঘোষ

 

তিনি আরও জানান, দিল্লি বিধানসভা নির্বাচন এবং পশ্চিমবঙ্গের মধ্যে পার্থক্য রয়েছে ৷ তাই দিল্লি বিধানসভা নির্বাচন বাংলায় বিপরীত প্রভাব ফেলতে চলেছে ।

আরও পড়ুন:- গাছটির ‘অবদান’ কী, জানাবে পরিবেশবান্ধব কলেজ, কিভাবে ? জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:-ট্রাম্পের ২৫% ট্যারিফের গুঁতোয় তলানিতে ঠেকল টাকার দাম, জানুন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন