পার্শ্ব শিক্ষকদের পাশে বিজেপি ! চরম অস্বস্তিতে তৃণমূল

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- পার্শ্ব শিক্ষকদের পাশে বিজেপি ! কেন্দ্র সরকারের হস্তক্ষেপের আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করল পার্শ্ব শিক্ষকরা। সল্টলেকের বিকাশ ভবনে ১০ দিনের ধর্নার ইতি পড়ল মুকুল রায় ধর্না মঞ্চে আসার পরে। রাজ্যের পার্শ্ব শিক্ষকদের দাবি পূরণে এগিয়ে এলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন তিনি।

mukul roy , bjp

প্রসঙ্গত বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছিলেন পার্শ্ব শিক্ষকরা। শনিবার পার্শ্বশিক্ষকদের অনশন মঞ্চেও যান বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। গতকাল দুপুরে মুকুল রায় ধর্নামঞ্চে গেলে আন্দোলন প্রত্যাহার করে পার্শ্ব শিক্ষকরা। তিনি বলেন বিজেপি ক্ষমতায় এলে স্থায়ী করা হবে শিক্ষকদের ও সমতুল্য বেতন দেওয়া হবে। বিজেপি ক্ষমতায় আসার ৭ দিনের মধ্যে প্রতিশ্রুতি পূরণ করা হবে। কিন্তু সম্প্রতি বাজেটে পার্শ্ব শিক্ষকদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি হবে ঘোষণা করেছেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এছাড়াও তাঁদের অবসরকালীন ৩ লাখ টাকা করে দেওয়ার কথাও বলেছেন তিনি। তারপরও নিজেদের দাবিতে অনড় ছিল পার্শ্ব শিক্ষকরা।

আরো পড়ুন :- মিঠুন চক্রবর্তীর বাড়িতে মোহন ভাগবত ! তুঙ্গে জল্পনা

উলেখ্য গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া আদি গঙ্গার জলে নেমে প্রতিবাদের সামিল হন পার্শ্ব শিক্ষকরা। সেই আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে রাজ্যের উপর চাপ বাড়াতে  বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুলের এই ভোট মুখী কৌশলী পদক্ষেপ। ভোটের আগে শিক্ষক আন্দোলন ইস্যুতে শাসক তৃণমূলকে অস্বস্তিতে ফেলল গেরুয়া শিবির।

Highlights

1. পার্শ্ব শিক্ষকদের পাশে বিজেপি !

2. শাসক তৃণমূলকে অস্বস্তিতে ফেলল গেরুয়া শিবির

#BJP #TMC

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন