বুধেও বন্ধ হলো না রক্তক্ষরণ, কেন দেশের শেয়ার বাজারে এত করুণ পরিস্থিতি?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ক্রমশই গভীর হচ্ছে স্টক মার্কেটের ক্ষত। সপ্তাহের প্রথম দুই ট্রেডিং সেশনেই সেনসেক্স, নিফটি৫০ হুড়মুড়িয়ে কমেছিল। বুধবারও প্রবণতা একই রয়েছে। বুধবার বাজার খোলার পর সেনসেক্স পড়েছিল ৯০০ পয়েন্টের বেশি। নিফটি৫০ কমেছিল ১ শতাংশের বেশি। শেষ ট্রেডিং সেশনে নিফটি৫০ এবং সেনসেক্স যে পজ়িশনে ছিল, বুধবার তার থেকে আরও নীচে নেমেছে। বেলা বাড়ার সঙ্গে পতনের ধাক্কা কিছুটা সামাল দিতে পেরেছে দুই এক্সচেঞ্জের সূচক। বেলা ১২টার সময় সেনসেক্স ৭৬ হাজার ২০৮ পয়েন্টে উঠে এসেছে। এবং নিফটি৫০ ২৩ হাজারের দোরগোড়ায় দাঁড়িয়ে।

সেনসেক্স ও নিফটি৫০-র পাশাপাশি বিভিন্ন সেক্টরাল সূচকও নেগেটিভে রয়েছে। ক্রমাগত পতনের জেরে বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়, জ়োম্যাটো, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এমঅ্যান্ডএম, আদানি পোর্টস, পাওয়ার গ্রিড, অ্যাক্সিস ব্যাঙ্ক, এশিয়ান পেন্টসের মতো লার্জ ক্যাপ সংস্থারগুলির শেয়ার দর তলানি ঠেকেছে। মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকগুলিরও অবস্থাও বেশ খারাপ। নিফটি মিড ক্যাপ ২.৫ শতাংশ এবং নিফটি স্মল ক্যাপ ৩ শতাংশের কাছাকাছি কমেছে। মঙ্গলবার পতনের জেরে বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেট সংস্থাগুলির মার্কেট ক্যাপিটালাইজ়েশন ৮ লক্ষ কোটি টাকা কমেছিল। এই পতনের পিছনে বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছেন বাজার বিশেষজ্ঞরা।

  • এ সপ্তাহেই সংসদে পেশ করা হবে নতুন ইনকাম ট্যাক্স বিল। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই বিলে নতুন কী পরিবর্তন হবে, তার প্রভাব বাজারে কী ভাবে পড়তে পারে, তা নিয়ে লগ্নিকারীদের একাংশ সতর্ক। যা বাজারের বিয়ারিশ কন্ডিশনকে আরও তীব্র করেছে।
  • মার্কিন মুলুকে আমদানি করা স্টিল এবং অ্যালুমিনিয়ামে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প্র। বিশ্বের বিভিন্ন বাজারেই ফ্যাক্টর হয়ে উঠছে ট্রাম্পের ট্যারিফ। এর প্রভাব সপ্তাহের শুরু থেকেই পড়ছে দেশের বাজারে। এখনও তা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি বলে মত বিশ্লেষকদের।
  • মার্কিন ডলারের সাপেক্ষে টাকার দামেও গত কয়েক দিনে রেকর্ড পতন হয়েছে। টাকার ভ্যালু কমে যাওয়ার প্রভাব বাজারেও পড়ছে। টাকার দামে পতনের জেরে বিদেশি লগ্নিকারীদের বিনিয়োগ সরিয়ে নেওয়ার প্রবণতায় ইতি পড়ছে না। বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগ সরে যাওয়া বাজারের উপর ব্যাপক প্রভাব ফেলছে। তাই দুর্বল পরিস্থিতি তৈরি হলে তা আরও মারাত্মক আকার নিচ্ছে।
  • এর মধ্যে চলতি অর্থবর্ষের শেষ কোয়ার্টারে বিভিন্ন সংস্থার রোজগারে ঘাটতি রয়েছে। এর প্রভাবও বাজারে রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞদের একাংশ।

(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রচুর শিক্ষক নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বিস্তারিত দেখে নিন

আরও পড়ুন:- সপ্তাহে ৪০ ঘণ্টা কাজের রীতি শুরু হয়েছিল কীভাবে, সে এক অন্য কাহিনি

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন